ঝিনাইদহ জেলা প্রতিনিধি শারমিন আরা: ঝিনাইদহে চাষাবাদের আওতায় উৎপাদিত বোরো ধান কর্তন উৎসবের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার সকালে সদর উপজেলার সাধুহাটি ইউনিয়নের ধর্মতলা গ্রামের মাঠে এ উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম।
সেসময় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ অফিসার মোশাররফ হোসেন,
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া আক্তার চৌধুরী, সদর উপজেলা কৃষি কর্মকর্তা নুর-এ নবী, অতিরিক্ত কৃষি অফিসার জুনাইদ হাবিব, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মীর রাকিবুল ইসলামসহ স্থানীয় কৃষাণ-কৃষাণীরা উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে ওই এলাকায় সমলয় পদ্ধতিতে আবাদকৃত বোরো ধান কম্বাইন্ড হারভেস্টার মেশিনের মাধ্যমে কাটা শুরু হয়।
অল্প সময় স্বল্প খরচে ধান কর্তন, মাড়াই ও বস্তাবন্দি করতে পেরে খুশি কৃষক।
৬ হাজার ৫’শ টাকায় এক একর জমির ধান ঘরে তুলতে পারবে কৃষক।
কৃষি অফিস জানায়, এ বছর জেলার ৬ উপজেলায় ৮৯ হাজার ২’শ ৬ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ করা হয়েছে।