
হেবজুল বাহার সিনিয়র স্টাফ রিপোর্টার:
৯/১১/২৫ ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর-২৪৭ সংসদীয় আসনে মনোনয়ন পরিবর্তনের দাবিতে গতকাল রবিবার (৯/১১) দুপুরে নবীনগর – কোম্পানীগঞ্জ সড়কে বাঙ্গুরা বাজার পর্যন্ত ১২ কি.মি. রাস্তায় পূর্ব ঘোষিত মানববন্ধন অনুষ্ঠিত হয়। এই মানববন্ধনে অংশ নেয় জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ধানের শীষে মনোনয়ন প্রত্যাশী কাজী নাজমুল হোসেন তাপসের অনুসারীরা। মানববন্ধনে বক্তারা কেন্দ্রীয় বিএনপি’র খসড়া তালিকায় ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর আসনে উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট এম এ মান্নানের নাম ঘোষিত মনোনয়ন পরিবর্তন করে সাবেক চার চারবারে নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব কাজী মোঃ আনোয়ার হোসেনের ছেলে জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক কাজী নাজমুল হোসেন তাপসকে মনোনয়ন দেওয়ার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিকট জোর দাবি জানান। তারা আরও বলেন, যদি এই মানববন্ধনের পরে ওনার মনোনয়ন পরিবর্তন না হয় পরবর্তীতে কঠোর কর্মসূচি দেয়া হবে। মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য সাবেক কাউন্সিলর আবু সায়েদ, হযরত আলী, সাবেক পৌর মেয়র মোহাম্মদ মাইনুদ্দিন মাইনু, যুবদল নেতা ইকবাল হোসেন মোল্লা প্রমূখ।