২৯,০৩,২০২১ মার্চ
ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের তাণ্ডবের সময় প্রশাসন ও পুলিশের ভূমিকা
নিষ্ক্রীয় ছিল বলে অভিযোগ করেছেন ব্রাহ্মণবাড়িয়া সদর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী।
সোমবার (২৯ মার্চ) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তিনি এ কথা বলেন।
তিনি হেফাজতের তাণ্ডবের ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে দোষী ব্যক্তিদের শাস্তির দাবি জানান। এছাড়া তিনি নিষ্ক্রীয়দের বিরুদ্ধে পুলিশ ও জেলা প্রশাসনের ব্যবস্থা নেওয়ার জন্য সরকারে কাছে দাবি জানান।
তিনি আরো বলেন, যেহেতু হরতাল হেফাজত ডেকেছে এসব তাণ্ডবের দায় দায়িত্ব তাদেরকেই নিতে হবে।
এসময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযুদ্ধা আল-মামুন সরকার বলেন, দিনভর হেফাজতের তাণ্ডবে বিক্ষুব্ধকারীরা টার্গেট করে আমাদের দলীয় নেতাকর্মীদের বাড়িঘর ভাঙচুর ও আগুনে পুড়িয়ে দেয়।তারা আমার বাড়ি ও আমার শ্বশুর বাড়িসহ আমার অফিস পুড়িয়ে ছাই করে দেয়। প্রাণ রক্ষার ভয়ে পরিবারসহ নিরাপদ জায়গায় থাকতে হয়েছে।
আমার জীবনের অর্জন করা সব স্মৃতি তারা পুড়ে দিয়েছে। আমরা পুলিশ প্রশাসনকে বার বার অবহিত করলেও তারা আমাদের কোনো সাহায্য করেনি।
Leave a Reply