
মোঃ রাশেদ আল শাহরিয়া (স্টাফ রিপোর্টার) ব্রাহ্মণবাড়িয়া, ১০ নভেম্বর ২০২৫ ব্রাহ্মণবাড়িয়া জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক দুই অভিযানে গাঁজা ও স্কফ সিরাপসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। আজ সোমবার (১০ নভেম্বর ২০২৫) সকাল ১১টা ৪৫ মিনিটে সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের বরিশল এলাকায় এ অভিযান পরিচালিত হয়। জেলা ডিবি পুলিশের দুটি পৃথক টিম এই অভিযান চালায়। প্রথম অভিযানে বরিশল এলাকা থেকে সোহেল মিয়া (৩৩) নামে এক মাদক কারবারিকে ১০ বোতল স্কফ সিরাপসহ গ্রেফতার করা হয়। অন্য অভিযানে একই এলাকা থেকে জীবন মিয়া (৪০) নামে অপর এক মাদক কারবারিকে ২ কেজি গাঁজাসহ আটক করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।