
মো: রুবেল মিয়া সংবাদদাতা, | ব্রাহ্মণবাড়িয়া,
ব্রাহ্মণবাড়িয়ায় শেখ হাসিনা রোডের পাশে ড্রেজার দিয়ে অবৈধভাবে ফসলি জমি ভরাটের মহোৎসব চলছে। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, একটি চক্র দীর্ঘদিন যাবত এই অবৈধ ড্রেজার ব্যবসা পরিচালনা করে আসছে।
এরই প্রেক্ষিতে গত ২৬ শে… (মাসের নাম), ২০২৫ ইং তারিখে আনুমানিক দুপুর ১২:৪৫ ঘটিকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযান পরিচালনা করেন। তিনি সরেজমিনে ঘটনা পরিদর্শন করেন এবং ভ্রাম্যমাণ আদালতের (মোবাইল কোর্ট) মাধ্যমে অবৈধ ড্রেজার উচ্ছেদসহ ড্রেজারের পাইপগুলো ধ্বংস করেন। এলাকাবাসী জানান, ব্রাহ্মণবাড়িয়ায় এর আগে এমন কঠোর অভিযান খুব একটা দেখা যায়নি। প্রশাসন সূত্রে জানা গেছে, জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে।
এদিকে সরেজমিনে অনুসন্ধানে দেখা যায়, প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত বিরামহীনভাবে ফসলি জমি ভরাট করা হচ্ছে। সাংবাদিকদের উপস্থিতি টের পেলে ড্রেজার ব্যবসায়ীরা আতঙ্কিত হয়ে পালিয়ে যায়। তবে সাংবাদিকরা ঘটনাস্থল ত্যাগ করার কিছুক্ষণ পরেই ‘নুরুল ইসলাম’ নামক এক ব্যবসায়ী পুনরায় ড্রেজার চালু করেন।
স্থানীয়দের অভিযোগ, অভিযুক্ত নুরুল ইসলাম গত কয়েক মাস ধরে অবৈধভাবে ড্রেজার চালিয়ে আসছেন। তিনি স্থানীয় বিএনপি নেতাদের নাম ভাঙিয়ে এবং প্রভাব খাটিয়ে এই অবৈধ কার্যক্রম পরিচালনা করছেন বলে অভিযোগ রয়েছে।