৫ এপ্রিল ২০২১ সোমবার,
আজ সকালে চট্টগাম সিলেট মহাসড়কে ইকোনো কম্পানির একটি চট্টগাম ঘামি বাস অবারট্যাক করার সময় রাতে ডিউটি করার একটি পলিশের ব্যানকে চাপাদেন তাতে ২০ জন পুলিশ আহত হয়েছে। এবং ৭ জনের অবস্হা আশংকা জনক বলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান।
পরে বাস চালক সহ হেলপারকে আটক করেন পুলিশ। জানা যায় সারা রাতে পুলিশের ডিউটি শেষে জেলা পুলিশ লাইনে যাওয়ার সময় পুলিশের গাড়িকে অবারট্যাক করার সময় চাপা দেন।
ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা সুপার রাইস উদ্দিন সহ সদর থানা ওসি ও অন্যান্য কর্মকর্তারা। গুরুতর আহত পুলিশ সদস্যদের ঢাকায় নিয়ে যাওয়া হয়।
চট্টগাম সিলেট মহাসড়কের পীরবাড়ী এলাকায় এদুর্ঘটানাটি ঘটে।
জানা যায় দুইটি পুলিশের গাড়ি ডিউটি শেষ করে পুলিশ লাইনে যাওয়ার সময় মোহাম্মদ শরিফুল ২৪ ও মোহামদ সুমন ২৪ ও রানা মিয়া ২৪ এবং মোহাম্মদ সাকিল আহাম্মেদ ২০ এবং রাব্বী মিয়া ২৪ মোহাম্মদ জহিরুল মিয়া ২৬ শওকত আলী ২৬ বেলায়েত হাসান ৫০ সহ অনেকেই আহত হয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা হাসপাতালে ভর্তি আছেন।
মামলার প্রস্তুতি চলতে বললেন জেলা পুলিশের এক সদস্য।
দেশে আজ থেকে করোনা ভাইরাসের জন্য লকডাউন চলছে কিন্তু তা অ মান্য করে বাস চালিয়ে পলিশের গাড়িকে চাপা দেওয়ার জন্য বাস মালিকে মামলা দেবে কিনা তা জানতে চাইলে একজন পুলিশ কর্মকর্তা বলেন এটা উপর মহল ভালো করে জানেন।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার পুলিশের ইনচার্জ বলেন সবাই কে হাসপাতালে ভর্তি করা হেয়েছে তবে যারা বেশি আশংকাজনক তাদের ঢাকা পেরণ করা হয়েছে।
Leave a Reply