সুনামগঞ্জ :
আমি মোঃ আলিম উদ্দিন বাঁচতে চাই… আমার জীবনের শুরুতেই আজ মেঘের অন্ধকার নেমে এসেছে। হায়াত মউত আল্লাহর হাতে তবু চেষ্টা করে দেখতে যদি পারতাম! যদি আপনাদের মাঝে ফিরে আসতে পারি! আপনি তো কত অসহায়ের পাশে ছিলেন, কত পিতামাতা হারা সন্তানের দায়িত্ব নিয়েছেন, আমিও এ দেশের এবং এই সিলেট জেলার আপনাদেরই সন্তান তবে কেন আমাকে বুকে টেনে নেবেন না, এই দিনে? আমি সিলেট নগরীর ৩ নং ওয়ার্ডের মুন্সিপাড়া এলাকার গোলেমান উদ্দিনের ছেলে। আমি দীর্ঘ ১ বছরের ও অধিক সময় ধরে ব্রেইন টিউমার রোগে আক্রান্ত একজন রোগী। আমার চিকিৎসার খরচ মেটাতে গিয়ে আমার পরিবার আজ সর্বশান্ত। আরো যত দেরী হবে ততই চিকিৎসার খরচ এবং আমার মৃত্যুঝুঁকি বৃদ্ধি পাবে। প্রতি মুহূর্তে আমি মৃত্যুর প্রহর গুনছি। এক একদিন সময় আমার জীবনের প্রদীপ নিভিয়ে দিচ্ছে ধীরে ধীরে। যদি কোন হৃদয়বান ব্যাক্তি আমার এই বিপদের পাশে দাড়াঁতে চান, তবে সহযোগিতার হাত বাড়িয়ে দিন। মাতাঃ মোছাম্মৎ ছালেহা বেগম,পিতাঃ মোঃ গোলেমান উদ্দিন , সাং- ৩৫ নং বাসা (শফিক মিয়ার কলোনী) থানাঃ কতোয়ালী মডেল থানা, পোঃ সিলেট সদর,জেলা: সিলেট। বিকাশ নাম্বার: ০১৭৪৫১৬৫৩৫৬ অথবা, ডাচ বাংলা ব্যাংক লিঃ ছালেহা বেগম, হিসাব নং- ৩১৫১৫৮০০০৭৭৯৫ [আমার মানবিক সাহায্যের আবেদনটি শেয়ার করার জন্য বিনীত অনুরোধ রইল।]