আনোয়ারা উপজেলা ১১নং জুঁইদন্ডী ইউনিয়ন খুরুস্কুল ৮নং ওয়ার্ডে বিদ্যুৎ শট দিয়ে খালেক নামের একজন কে পরিকল্পিত ভাবে খুন
একটি পরিকল্পিত ভাবে বিদ্যুতিক ফাঁদ বানিয়ে খুন
আগে মুরগির ফার্মে শিয়ালের থেকে মুরগি রক্ষা করার জন্য মানুষ বিভিন্ন ফাঁদ ব্যবহার করতো বিভিন্ন কলা কৌশল ব্যবহার করার পর কাজ না হলে একসময় মানুষ বিদ্যুতের শট ব্যবহার করে”
ঠিক সেরকম কিছু মানুষ আছে সমাজে তারা অন্য মানুষকে মানুষ মনে করে না,, ঠিক শিয়াল কুকুর মনে করে তারা মানুষকে,,
আর এই রকম কিছু অমানুষ আজ ঠিক সেই কাজটাই করেছে,, শিয়াল কুকুরের মতো মানুষ মারার জন্য রাস্তায় বিছিয়ে দিয়েছে বিদ্যুতিক জাল” যেই জালে ফেঁসে প্রাণ হারালো একজন যুবক” (দুই সন্তানের পিতা)
খুরুস্কুল ৮ নঃ ওয়ার্ডের সিকদার বাড়ির মরহুম হাসান মুরাদের ছোট ছেলে— মোঃ আব্দুল খালেক”
এই পরিকল্পিত হত্যার তীব্র নিন্দা জানাই এবং প্রশাসনের প্রতি ন্যায় বিচার চাই এলাকার সকল ব্যক্তি বর্গগণ”