রাজধানীতে ওপেন এয়ার কনসার্ট হতে যাচ্ছে ১২ নভেম্বর।‘নভেম্বর রেইন ভলিউম ২’ শিরোনামের এ কনসার্ট হবে ইন্টারন্যশনাল কনভেনশন সেন্টার বসুন্ধরার এক্সপো জোনে।
ব্যান্ডদল মানেই যেন তরুণদের কাছে এক অন্যরকম উন্মাদনা। এই উন্মাদনায় উত্তেজনার পারদ চড়াতে দ্বিতীয়বারের মত একসঙ্গে মঞ্চে আসতে চলেছেন জনপ্রিয় তিন ব্যান্ডদল- আর্টসেল, ব্ল্যাক ও ক্রিপটিক ফেইট ।
তাদের সঙ্গে আরও পারফর্ম করবেন অর্থহীন,মেঘদল,আশেষ,চিরকুট ,ইন্দালো, ভাইকিং, ও পাওরসার্জ ।
নভেম্বর রেইন ভলিউম 2 কনসার্টের বিষয়ে বিস্তারিত জানাতে আয়োজকের পক্ষ থেকে ডেইলি স্টার ভবন অডিটোরিয়ামে মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত হয় এক সংবাদ সম্মেলন। যেখানে জানানো হয় মঞ্চে আর্টসেল, ব্ল্যাক ও ক্রিপটিক ফেইট ব্যান্ড মিলে ‘আশীর্বাদ’ নামের একটি গান পরিবেশন করবেন।
এছাড়া প্রত্যেকটি ব্যান্ডদল যে ব্যান্ডদলের দ্বারা প্রভাবিত, সেই ব্যান্ডের একটি গান গাইবেন মঞ্চে। ভাইকিংস ব্যান্ডের একটি চমক থাকবে আয়োজনে।
১২ নভেম্বর দুপুর ১ টা থেকে শুরু হবে কনসার্ট। আগ্রহীরা গেট সেট রক ওয়েব সাইট থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন।