নাটোরের বড়াইগ্রামের বনপাড়া পৌরসভায় পানি সরবরাহ প্রকল্পের পানির ট্যারিফ (মূল্য) নির্ধারণ বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে পৌর সভাকক্ষে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অধীনে বাংলাদেশের ৩০টি পৌরসভায় পানি সরবরাহ প্রকল্পের টেকনিক্যাল সাপোর্ট ইউনিটের সহযোগিতায় বনপাড়া পৌরসভা এ সভার আয়োজন করে।
পৌর মেয়র কেএম জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রকল্পের অর্থ ব্যবস্থাপনা স্পেশালিষ্ট মাসুদ হোসেন ও রাকিবুল হক চৌধুরী, আবাসিক পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকৌশলী মামুন হোসেন, বনপাড়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী আতাউর রহমান, সচিব আব্দুল হাই, পৌর কাউন্সিলর ও কর্মকর্তাগণ।