সুনামগঞ্জের ছাতকে সিএনজি অটো-রিকশার সংঘবদ্ধ চালকদের অতর্কিত হামলায় যাত্রীবাহী বাস চালকসহ ৬জন ব্যক্তি আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহা সড়কের বড়কাপন পয়েন্ট এলাকায়। গুরুতর আহত বাস চালককে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্য আহতদের স্থানীয় ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ৮জনের নাম উল্লেখ করে ছাতক থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
জানা যায়, গত বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে সিলেট থেকে ঢাকা মেট্রো-ব-১৪-৯৬৪৯ যাত্রীবাহী বাস নিয়ে সুনামগঞ্জ যাচ্ছিলেন সিলেট জালালাবাদের মৌলভীরগাঁও গ্রামের আবদুন নুরের পুত্র চালক সাজ্জাদুর রহমান। বাসটি সড়কের বড়কাপন পয়েন্টে পৌঁছে। এসময় কয়েকটি সিএনজি চালিত অটো-রিকশা এলোপাথারি ভাবে সড়কে রেখে প্রতিবন্ধকতা সৃষ্টি করে সিএনজি চালিত ওই অটো-রিকশার চালকরা। বিষয়টি নিয়ে এখানের সিএনজি চালিত অটো-রিকশা চালকদের সাথে কথা কাটাকাটি হয় বাস চালক সাজ্জাদুর রহমানের। এক পর্যায়ে তারা বাস চালকের উপর চড়াও হন সিএনজি অটো-রিকশার সংঘবদ্ধ চালকরা। তারা বাস থেকে চালককে টেনে হেঁছড়ে নামিয়ে বেধড়ক মারপিট করে হামলাকারীরা ক্ষান্ত হয়নি। বাস চালককে স্থানীয় একটি দোকানে নিয়ে দলবেঁধে বেধড়ক পিটিয়ে বিবস্ত্র করে। যা ধারণ করা একটি ভিডিওতে বিস্তারিত দেখা গেছে। তাকে বাঁচাতে স্থানীয় বাস মালিক সমিতির ম্যানেজার গৌছ আলী, আবদুস ছাত্তারসহ এলাকার লোকজন এগিয়ে আসলে তাদের উপরও হামলা চালায় এসব দুর্বৃত্তরা। অতর্কিত এ হামলায় বাস চালক, মালিক সমিতির ম্যানেজারসহ ৬ ব্যক্তি আহত হন। গুরুত্বর আহত বাস চালক সাজ্জাদুর রহমানকে কৈতক হাসপাতালে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য সেখানের চিকিৎসক তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেন। বর্তমানে সে সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। অন্যান্য আহতদের স্থানীয় ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। হামলাকারীরা বাস চালকের কাছ থেকে নগদ ৯ হাজার হাজার টাকা ও একটি মোবাইল ফোন লুটসহ দুটি বাস ভাঙচুর করে প্রায় দুই লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত করেছে।
অভিযোগ উঠেছে, বাস চালককে মারপিট করার সময় বাঁধা না দিয়ে এক পুলিশ সদস্য ঘটনাটি ভিডিও ধারন করেছেন। আরেক পুলিশ সদস্য মুচকি হেসে পাশ দিয়ে হেঁটে যেতেও দেখেছেন স্থানীয়রা। এতে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বাস মালিক ও শ্রমিক নেতৃবৃন্দ।
এ ঘটনায় গত ১৬ সেপ্টেম্বর সুনামগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি বুরহান উদ্দিন বাদী হয়ে ৮ জনকে অভিযুক্ত করে ছাতক থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
সুনামগঞ্জ জেলা সড়ক পরিহন মালিক সমিতির সভাপতি মোজাম্মেল আলী ও শ্রমিক ইউনিয়নের সভাপতি সেজাউল কবির ক্ষোভ প্রকাশ করে বলেন, পুলিশের উপস্থিতিতে এ হামলার ঘটনা কি ভাবে ঘটে। তাই এসব পুলিশদের অপসারণ করে হামলাকারীদের দ্রুত আইনের আওতায় না নিলে মালিক শ্রমিক ঐক্য পরিষদ কঠোর আন্দোলনে যাবে বলে হুশিয়ারি দেন।
অভিযোগ প্রাপ্তির স্বীকার করে ছাতক থানার ওসি (তদন্ত) আরিফ আহমেদ বলেন, তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।