মাহমুদ হাসান মাসুদ, গোপালগঞ্জ জেলা প্রতিনিধিঃ-গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় সাধারণ মানুষকে বোকা বানিয়ে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, মাতৃত্বকালীন ভাতাসহ বিভিন্ন সরকারী সুযোগ সুবিধা করে দেবার প্রতিশ্রুতি দিয়ে টাকা পয়সা হাতিয়ে নেয়ার চেষ্টা করছিল একটি প্রতারক চক্র ।
শুক্রবার (১৩ অক্টোবর) উপজেলার হাতিয়াড়া ইউনিয়নের পুইশুর এলাকায় এ ঘটনা ঘটে।
গ্রেফতারকৃতরা পাঙ্খারচর এলাকার মুন্সি পাড়ার জহিরুল ইসলাম ওরফে বকুল মাষ্টার (৪২) ও বাদশা শেখ ( ৪৮)
হাতিয়াড়া ইউনিয়নের চেয়ারম্যান দেব দুলাল বিশ্বাস ঘটনাটি জানতে পারেন এবং তাদের আটক করে পুলিশের হাতে সোপর্দ করেন।
তারা উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোক্তার হোসেন ও একজন এডিশনাল ডিআইজির আত্মীয় পরিচয় দিয়ে তাদের নাম ভাঙ্গিয়ে প্রভাব বিস্তার করার চেষ্টা করছিল। তবে কাশিয়ানী উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুক্তার হোসেন সাহেব জানান, তাদের তিনি চেনেন না।
এ বিষয়ে কাশিয়ানী থানার রামদিয়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিৎ করেন।