ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া বুধবার (২৬ জানুয়ারি) সকাল থেকে আখাউড়া স্থলবন্দর দিয়ে সকল প্রকার আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকে। তবে এসময় আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন দিয়ে দুদেশের যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।
আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানি কারক এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে বিষয়টি আগেই ভারতের ব্যবসায়ীরা বাংলাদেশের ব্যবসায়ীদের অবহিত করে। আগামীকাল বৃহস্পতিবার মাছ রপ্তানির মধ্য দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম পুনরায় শুরু হবে।
আখাউড়া স্থলবন্দর কাস্টমস সুপারিন্টেনডেন্ট মোহাম্মদ কামরুজ্জামান বলেন, ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকলেও কাস্টমস ও বন্দরের সব কার্যক্রম স্বাভাবিক রয়েছে।
আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন কর্মকর্তা আবদুল হামিদ জানান, প্রজাতন্ত্র দিবসে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও দু'দেশের পাসপোর্টধারী যাত্রীদের ৪৮ ঘণ্টার কররোনার সনদ নিয়ে পারাপার স্বাভাবিক রয়েছে।