স্টাফ রিপোর্টার:-নাজমুল হুদা
বাপেরো বাপ আছে সেটাই প্রমাণ করলেন ইংল্যান্ড, ভারত বনাম ইংল্যান্ডের সেমিফাইনাল ম্যাচে আম্পেয়ারিং করার কথা ছিল,মারাইজ ইরাসমাসের। কিন্তু বিতর্কিত আম্পায়ার মারাইজ ইরাসমাস কে নিয়ে ইংল্যান্ড বোর্ড আপত্তি করে, সেই কারণে ভারত ইংল্যান্ড ম্যাচ থেকে বাদ করা হয়েছে,মারাইজ ইরাসমাসকে। শুধু ইরাসমাস’ই নই, সেমিফাইনালের এই ম্যাচ থেকে আম্পায়ারিং এর দায়িত্ব থেকে সরিয়ে ফেলা হয়েছে, সাকিব আল হাসানকে ভুয়া আউট দেওয়া জিম্বাবুয়ের আম্পায়ারকেউ। তাইতো দ্বিতীয় সেমিফাইনাল ভারত বনাম ইংল্যান্ডের ম্যাচে থাকছেন না মারাইজ ইরাসমাস, তিনি বাংলাদেশ পাকিস্তানের ম্যাচে অনেক সমালোচিত হয়েছেন, সেই সাথে বিরাট কোহলির ফেক ফিল্ডিং দেখেও না দেখার ভান করেছেন তিনি। তাই তো বিতর্ক আম্পায়ারের দিকে আঙুল তুলেছেন ইংল্যান্ড ক্রিকেট বোর্ড, তাই ইংল্যান্ড এর ম্যাচে রাখা হয়নি,ইরাসমাসকে। ভারত বনাম ইংল্যান্ডের এই ম্যাচটি বাংলাদেশ সময় দুপুর দুইটায় শুরু হবে। এই ম্যাচে ফিল্ড আম্পায়ারের দায়িত্ব থাকবেন kumar dharmasena ও paul reiffel। third আম্পায়ার ও চতুর্থ আম্পায়ারিং এর দায়িত্ব থাকবেন chris gaffanry, এবং rob tucker। আর ম্যাচ রেফারির দায়িত্ব পালন করবেন david boon।