ভালুকা উপজেলার ২নং মেদুয়ারী ইউনিয়ের বান্দিয়া গ্রামে এক কৃষকের ২২ শতক জমির ধরন্ত লাউ ক্ষেতের সব গাছ কেটে দিয়েছে দূর্বৃত্তরা। । ক্ষতিগ্রস্থ চাষী মোঃ সোবর আকন্দ বান্দিয়া গ্রামের মালেক আকন্দ ছেলে। এতে ওই কৃষকের দুই লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি তার। তবে শত্রুতার কারনে এমন জঘন্নতম কাজ করতে পারে বলে তার অভিযোগ।
ক্ষতি গ্রস্থ চাষী সোবুর জানান , ২২ শতক জমিতে লাউ লাগিয়ে অনেক পরিচর্যা করেছি । বাশ, চটা,তার,সার, সেচ,লেবার বাবদ সহ অন্যান্য খরচ বাবদ মোট ২০ হাজার টাকা খরচ হয়েছে। পরিচর্যা করি এবং নতুন ধর আসায় সকালে ক্ষেতে এসে লাউ কেটে বাজারে বিক্রির জন্য নিয়ে যায়।প্রতিদিনের ন্যয় আজ সকালে লাউ ক্ষেতে এসে হতবাক হয়ে পড়ি।দেখি আমার তরতাজা ধরন্ত সব লাউ গাছ কাটা। গতকাল গভীর রাতের আঁধারে আমার ক্ষেতের ধরন্ত সব লাউ গাছ কেটে দিয়েছে দূর্বৃত্তরা। অত্র ইউনিয়নের চেয়ারম্যান,মোছাঃ জেসমিন নাহার মোবাইলে বিষয়টি যানিয়েছেন।
এলাকার লোকজন বলেন, ক্ষতিগ্রস্থ লাউ ক্ষেতটি আমরা দেখেছি। ধরন্ত ক্ষেতের গাছগুলো যেভাবে কেটে দিয়েছে এ ক্ষতি পুশিয়ে উঠার নয়। আর ও বলেন, ধরন্ত লাউ ক্ষেত কাটার সংবাদ পেয়ে ছুটে এসেছি,তিনি আরও বলেন ব্যক্তির সাথে শত্রুতা থাকতে পারে তবে লাউ গাছের সাথে কিসের শত্রুতা।এটি করা জঘন্নতম অপরাধ।