ভালুকায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০২২ উপলক্ষে বিশেষ আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত,,
ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলায় ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন ২০২২ উপলক্ষে বিশেষ আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার ২৫শে জানুয়ারি সকালে ভালুকা উপজেলা নির্বাহী অফিসার সালমা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ময়মনসিংহ জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ফজলে রাব্বি,অতিরিক্ত পুলিশ সুপার। গফরগাঁও সার্কেল। মাহফুজা খাতুন,র্য্যার ১৪ কমান্ডার মেজর মুহম্মদ জয়,জেলা আনসার কমান্ডার ডঃ মুসতারি জাহান ফেরদৌস,জেলা সিনিয়র নির্বাচন অফিসার দেওয়ান সরোয়ার,ভালুকা পৌর মেয়র ডাঃ এ কে এম মেজবাহ উদ্দিন কাইয়ুম,সহকারী কমিশনার ভূমি আবদুল্লাহ আল বাকীউল বারী,ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন,উপজেলা নির্বাচন অফিসার মাহমুদুল ইসলাম সহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থীরা উপস্থিত ছিলেন।