ময়মনসিংহ জেলা ব্যুরো প্রধানঃ
ঢাকা-ময়মনসিংহ ফোরলেন মহাসড়কে ভালুকা থানার মোড় এলাকায় আন্ডারপাস রাস্তা নির্মানের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে এলাকাবাসী।
বুধবার দুপুরে উপজেলা পরিষদের সামনে ভালুকা-গফরগাঁও সড়কে অনুষ্ঠিত এ মানববন্ধনে উপজেলার বিরুনীয়া,রাজৈ ও ভালুকা ইউনিয়নের কয়েক শতাধিক লোকজন অংশ নেয়। ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা চেয়ারম্যানের নিকট স্মারকলিপি প্রদান করা হয়।এসময় উপস্থিত ছিলেন ভালুকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিহাব আমিন খান, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দীন পাঠান,পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রতন মন্ডল, ছাত্র লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আহাম্মদ উল্লাহ খান মিদুল, শরিফ আহাম্মেদ,শাখাওয়াত হোসেন, ইউপি সদস্য আসাদ, রাসেল সহ অন্যান্যরা
এলাকাবাসীর দাবী একটাই অতিদ্রুত থানার মোড় এলাকায় সড়ক দুর্ঘটনা থেকে এলাকা বাসীদের বাঁচা তে আন্ডারপাস সড়ক নির্মাণ প্রয়োজন।