ময়মনসিংহের ভালুকায় কাতলামারী ইসলামীয়া দাখিল মাদ্রাসার সুপার মোফাজ্জল হককে দায়িত্বরত অবস্থায় সন্ত্রাসী কর্তৃক ন্যাক্কারজনক হামলার প্রতিবাদ ও দোষীদের উপযুক্ত বিচারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ মার্চ) বিকেলে উপজেলা পরিষদের সামনে ভালুকা গফরগাঁও রোডে শিক্ষক সমাজের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ভালুকা উপজেলা স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যক্ষ এ আর শামসুর রহমান লিটনের সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম সুবিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন পৌর স্বাধীনতা শিক্ষক পরিষদের সভাপতি মোয়াজ্জেম হোসেন ঢালী, নাজমুল আলম, শিক্ষক লিয়াকত আলী, মাধ্যমিক শিক্ষক সমিতির সহ সভাপতি নজরুল মানিক, মেজবাহ উদ্দিন, ইব্রাহিম খলিল, বহুলী দাখিল মাদ্রাসার সুপার আবুল কালাম, প্রাথমিক শিক্ষক সমিতির নেতা রমজান আলী, ওমর ফারুক সহ অন্যান্য নেতৃবৃন্দ। উল্লেখ্য, গত ৭ই মার্চ উপজেলার কাতলামারী ইসলামীয়া দাখিল মাদ্রাসার সুপার মোফাজ্জল হককে দায়িত্বরত অবস্থায় ওই এলাকার মৃত ছাবেদ আলী ফকিরের ছেলে আবুল কাশেম ফকির, আবুল হোসেন ফকির, আবুল হাসান ফকির, বাহারুল ইসলাম ফকির ও কাজী সাইফুল ইসলামের ছেলে মোয়াজ্জেম হোসেন মজনুসহ অজ্ঞাত ৪/৫ জন সন্ত্রাসী হামলা করে। এসময় বক্তারা দোষীদের আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি দাবি করেন।