মোঃ শাহ সৈয়দ খাঁন ময়মনসিংহ জেলা ব্যুরো প্রধানঃ
ময়মনসিংহের ভালুকায় শশুরবাড়িতে গিয়ে জামাই খুনের শিকার হয়েছেন। বুধবার দিবাগত রাতে উপজেলার ভান্ডাব বয়ড়াপারা এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, ওই এলাকার আবুল কাশেমের মেয়ের জামাই ফকরুল ইসলামকে শুশুর বাড়ির পাশে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা । এ সময় স্ত্রী আকলিমা শব্দ শুনে ঘর থেকে বের হয়ে আসলে তাকেও এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
স্থানীয়রা গুরুতর অবস্থায় আকলিমাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরে ভালুকা মডেল থানা পুলিশ খবর পেয়ে নিহত ফকরুল ইসলামের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ মর্গে পাঠায়।