ময়মনসিংহ জেলা ব্যুরো প্রধানঃভালুকায় স্বল্প মূল্যে টিসিবি’র পণ্য বিক্রির উদ্বোধন করা হয়েছে।
২০শে মার্চ রবিবার ভালুকায় মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ পবিত্র রমজান উপলক্ষে সারাদেশে নিম্ন আয়ের মানুষের মধ্যে স্বল্প মূল্যে টিসিবি’র পন্য পৌঁছে দেয়ার লক্ষ্যে ভালুকা পৌরসভায় প্রথম পর্যায়ে প্রত্যেকে দুই লিটার তেল,দুই কেজি চিনি এবং দুই কেজি ডাল ভর্তুকি মূল্যে (তেল ১১০/- প্রতি লিটার, চিনি ৫৫ টাকা প্রতি কেজি এবং ডাল ৬৫ টাকা প্রতি কেজি) প্রদানের শুভ উদ্বোধন করেন ভালুকার সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু এবং ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার
মোঃ শফিকুর রেজা বিশ্বাস।এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট
মোহাম্মদ এনামুল হক, উপ-পরিচালক,স্থানীয় সরকার মোঃ জাহাঙ্গীর আলম,উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ,ভালুকা পৌরসভার মেয়র ডাঃ মেজবাহ উদ্দিন কাইয়ুম,উপজেলা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু সহ স্থানীয় নেতৃবৃন্দ আরো অনেকেই উপস্থিত ছিলেন!