ময়মনসিংহ জেলা ব্যুরো প্রধান মোঃ শাহ সৈয়দ খাঁন: ভালুকা মডেল থানার মামলা নং-১৫, তারিখ- ০৫/০৫/২৪ ইং, ধারা- ৩৭৯ পেনাল কোড- ১৮৬০ সংক্রান্তে পুলিশের অভিযানে মামলার আলামত হিসাবে একটি অটোগাড়ী উদ্ধারসহ ঘটনায় জড়িত তদন্তেপ্রাপ্ত আসামী গ্রেফতার ০২ (দুই) জন।
ভালুকা মডেল থানার এসআই (নিঃ) মোঃ নজরুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ভালুকা মডেল থানার মামলা নং-১৫, তারিখ- ০৫/০৫/২৪ ইং, ধারা- ৩৭৯ পেনাল কোড- ১৮৬০ এর বাদী মোঃ নজরুল ইসলাম এর মালিকানাধীন একটি ব্যাটারী চালিত অটোগাড়ী ভাড়ায় পরিচালনা করিয়া আসিতেছিল। উক্ত গাড়ীর চালক প্রতিদিনের ন্যায় ০৩/০৫/২০২৪ তারিখ দিবাগত রাত অনুমান ১১:০০ ঘটিকার সময় বাদীর ক্রয়কৃত ব্যাটারী চালিত অটোগাড়ীটি ভালুকা থানাধীন বড় কাশর সাকিনস্থ জনৈক নুরু মিয়ার বসত বাড়ীর উঠানে ফাঁকা জায়গায় চার্জে বসাইয়া বসত ঘরে ঘুমাইয়া পড়ে। ০৩/০৫/২০২৪ রাত অনুমান ১১:০০ ঘটিকার পর হইতে ০৪/০৫/২০২৪ তারিখ সকাল অনুমান ০৬:০০ ঘটিকার পূর্বে যে কোন সময় অজ্ঞাতনামা চোর বা চোরেরা বাদীর ব্যাটারী চালিত অটো গাড়ীটি চুরি করিয়া নিয়া যায়। উক্ত ঘটনায় ভালুকা মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করিয়া তদন্তে প্রাপ্ত আসামী ১। বিল্লাল হোসেন (২৬) কে ইং ০৬/০৫/২০২৪ তারিখ ০৮:৪৫ ঘটিকার সময় ভালুকা থানাধীন জামিরদিয়া মাস্টারবাড়ী এলাকা হইতে গ্রেফতার করিয়া প্রাথমিক জিজ্ঞাসাবাদে অটোগাড়ী চুরির কথা স্বীকার করে এবং তাহার সহযোগী আসামী মিলন মিয়া এর নাম ঠিকানা প্রকাশ করে। পরবর্তীতে ভালুকা থানাধীন সীডষ্টোর বাজার হইতে তদন্তে প্রাপ্ত আসামী মিলন মিয়া (২৫) কে গ্রেফতার করা হয়। আসামীদ্বয়কে ব্যাপক জিজ্ঞাসাবাদে তাহাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ভালুকা থানাধীন সীডষ্টোর বাজারস্থ জনৈক শিপন মিয়ার অটো রিক্সার গ্যারেজের সামনে হইতে যন্ত্রাংশ খোলা অবস্থায় আসামীদ্বয়ের দেখানো ও বাদীর সনাক্ত মতে চোরাই যাওয়া একটি ব্যাটারী চালিত অটোগাড়ী ব্যাটারী বিহিন বিভিন্ন যন্ত্রাংশ ইং ০৬/০৫/২০২৪ তারিখ ০৯:৪০ ঘটিকায় জব্দ তালিকামূলে জব্দ করা হয়। আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদ শেষে ০৫ (পাঁচ) দিনের পুলিশ রিমান্ডের আবেদন সহ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।