সিরাজগঞ্জ শহরের প্রাচীনতম বিদ্যাপীঠ ভিক্টোরিয়া হাইস্কুলের উদ্যোগে- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবের জ্যেষ্ঠ পুত্র
ক্ষণজন্মা এক তারুণ্যদীপ্ত মহান পুরুষ, বীরমুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল
এর ৭৩ তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে।
শুক্রবার (৫ আগষ্ট) সকালে অত্র বিদ্যালয়ে- বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী, পুষ্পস্তবক অর্পণ, এক মিনিট নীরবতা পালন, আলোচনা, দোয়া ও মোনাজাত করা হয়েছে। এতে সভাপতিত্ব করেন ও বক্তব্যে রাখেন, ভিক্টোরিয়া হাইস্কুলের প্রধান শিক্ষক ও সদস্য সচিব – মোঃ সাজেদুল ইসলাম। আরো ইতিহাস মূলক জ্ঞানগর্ভ বক্তব্যে রাখেন, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ শফিউল আলম ।
অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন, বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ রাশিদুল হাসান।
এসময় সহকারী শিক্ষক মীর্জা গোলাম মোস্তফা, এস,এম আখতারুজ্জামান, মোঃ সাইফুল ইসলাম অচিন্ত কুমার মন্ডল, মোছাঃ পারভীন খাতুন, মোছাঃ জিয়াসমিন সুলতানা, মোঃ নাজমা খাতুন, মোঃ সাইফুল ইসলাম, মোঃ রকিবুল ইসলাম, মোঃ শামীম হোসেন ও ট্রেড ইন্সট্রাক্টর সানজিদা খাতুন, শিউলি খাতুন, সহকারি গ্রন্থাগারিক নাহিদা লায়লা অফিস সহকারি মোঃ রকিবুল ইসলাম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর জৈষ্ঠপুত্র, ক্রীড়া সংগঠক, সাংস্কৃতিক সংগঠক বহুমাত্রিক প্রতিভার অধিকারী, বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল
১৯৪৯ সালের ৫ আগস্ট গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন।
১৯৭৫ সালের ১৫ আগষ্টের কালো রাতে বিপথগামী একদল ঘাতক সেনা কর্মকর্তাদের নির্মম বুলেটে মাত্র ২৬ বছর বয়সে শহীদ শেখ কামাল সহ স্ব পরিবারে শাহাদত বরণ করেন।