সেনাবাহিনীতে চাকরির প্রলোভন দেখিয়ে ও ভুয়া নিয়োগপত্র দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া প্রতারক চক্রের দুই মূলহোতাকে গ্রেপ্তার করেছে র্যাব-৫।
শুক্রবার সন্ধ্যায় জয়পুরহাট ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন,গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানার উদয়সাগর গ্রামের মৃত আ. গণির ছেলে শাহ আলম (৪৫), দিনাজপুর জেলার হাকিমপুর থানার জাংগই বাজার এলাকার আজাদ আলীর ছেলে শাহাজুল (৩০)।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তার ব্যক্তিরা অবৈধ নিয়োগের মিথ্যা আশ্বাস ও ভুয়া নিয়োগপত্র দিয়ে প্রার্থীদের চাকরি দেওয়ার কথা বলে লাখ লাখ টাকা হাতিয়ে নিতেন। কিছুদিন আগে সেনাবাহিনীতে নিয়োগ চলাকালে শাহ আলম ও শাহাজুল এক প্রার্থীর সঙ্গে যোগাযোগ করে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে অবৈধভাবে ১০ লাখ টাকা হাতিয়ে নেন এবং ভুয়া নিয়োগপত্র দেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, র্যাবের গোয়েন্দা সোর্সের মাধ্যমে এমন সংবাদ পাওয়ার পর জয়পুরহাট ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মোস্তফা জামান, আর্টিলারি ও সিনিয়র সহকারী পুলিশ সুপার মাসুদ রানার নেতৃত্বে ভোরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে একটি ভুয়া নিয়োগপত্র, একটি ভুয়া সিল, একটি মোবাইল, দুটি সিম কার্ড, একটি মেমোরি কার্ড ও দুটি মোটরসাইকেল জব্দ করা হয়।
এ বিষয়ে তাদের বিরুদ্ধে ধামইরহাট থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।