কে এম নাছির উদ্দীন সিনিয়র ক্রাইম রিপোর্টার: রোড টু স্মার্ট বাংলাদেশ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোট প্রার্থনা কর্মী ( ক্যাম্পেইনার ) প্রশিক্ষণ ও কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার রাত ৮ টার সময়।
স্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোট প্রার্থনা কর্মী (ক্যাম্পেইনার) প্রশিক্ষণ ও কর্মীসভায় বক্তব্য রাখছেন রোড টু স্মার্ট বাংলাদেশ ক্যাম্পেইনের প্রধান অতিথি বাংলাদেশ সরকারের মন্ত্রী পরিষদের সাবেক সচিব কবির বিন আনোয়ার। বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী জননেতা চয়ন ইসলামের শাহজাদপুর পৌরসভার শক্তিপুরের নিজ বাসভবনে অনুষ্ঠিত কর্মীসভায় তিনি এ বক্তব্য রাখেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটার উপস্থিতি বাড়ানোর পাশাপাশি বিভিন্ন অপপ্রচারের জবাব এবং সরকারের ১৫ বছরের উন্নয়নের চিত্র তুলে ধরতে প্রথমবারের মতো ৩০০ আসনে ৬ লাখ নেতাকর্মীকে দায়িত্ব দেওয়া হয়েছে। আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির নেওয়া ‘রোড টু স্মার্ট বাংলাদেশ ক্যাম্পেইন’-এর আওতায় প্রশিক্ষণ নিয়ে তারা প্রত্যেক ভোটারের বাড়িতে যাওয়ার কাজ শুরু করেছেন। সারা দেশে ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সাবেক ও বর্তমান নেতাকর্মীরা এই দায়িত্ব পেয়েছেন। প্রশিক্ষণপ্রাপ্ত প্রত্যেককে ২০০ ভোটারের দায়িত্ব নিতে বলা হয়েছে। একই সঙ্গে তারা শেখ হাসিনার উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনার বার্তা প্রত্যেক ভোটারের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করছেন। এই লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবে দেশব্যাপী আওয়ামী লীগের সাংগঠনিক জেলা অফিসগুলোকে স্মার্ট কার্যালয় হিসেবে গড়ে তোলা হয়েছে।
মত বিনিময় সভায় বক্তব্য রাখেন শেখ আব্দুল হামিদ লাভলু সাধারণ সম্পাদক শাহাদপুর উপজেলা আওয়ামী লীগ বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত শাহজাদপুর সিরাজগঞ্জ ৬ এর প্রার্থী ও সভাপতি চয়ন ইসলাম শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগ মত বিনিময় সভায় শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সর্বস্তরের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।