জাকির হোসেন সোহেল সিনিয়র ষ্টাফ রিপোর্টার
ভোলা জেলা পুলিশের আয়োজনে বুধবার
(০৫ মার্চ ) পুলিশ অফিস সম্মেলন কক্ষে জনাব মোহাম্মদ শরীফুল হক, পুলিশ সুপার, ভোলার সভাপতিত্বে জেলা পুলিশের জানুয়ারি/২৫ মাসের অপরাধ ও আইন শৃঙ্খলা পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাটি সঞ্চালনা করেন জনাব আছাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অপস্),(পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) ভোলা মহোদয়।
সভার শুরুতেই পুলিশ সুপার মহোদয় উপস্থিত সকলকে শুভেচ্ছা জানিয়ে অপরাধ পর্যালোচনা সভা শুরু করেন। সভায় পুলিশ সুপার মহোদয় পুলিশ কর্মকর্তাবৃন্দের উদ্দেশ্যে বিভিন্ন অপরাধ প্রতিরোধ ও বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন। এছাড়াও সকল থানায় বিভিন্ন অপরাধ প্রতিরোধে পুলিশের তৎপরতা বৃদ্ধির জন্য নির্দেশ প্রদান করেন।
উক্ত সভায় অপরাধ পর্যালোচনা সভার গৃহীত সিদ্ধান্তের বিষয়ে আলোচনা হয়। পরবর্তীতে সভায় জেলার মুলতবি মামলা, গ্রেফতারি পরোয়ানা নিষ্পত্তি, প্রসিকিউশন দাখিলসহ বিবিধ বিষয়ে আলোচনা হয়।
পুলিশ সুপার তার বক্তব্যে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও সামগ্রিক বিষয়াদি নিয়ে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি তিনি সকলকে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের জন্য আহ্বান জানান।
উক্ত সভায় আরোও উপস্থিত ছিলেন জনাব রিপন চন্দ্র সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ভোলা, জনাব মোঃ বাবুল আখতার, অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল), ভোলা, জনাব মোঃ মেহেদী হাসান, সহকারী পুলিশ সুপার (চরফ্যাশন সার্কেল), ভোলা সহ সকল থানার অফিসার ইনচার্জগণ, ডিআইও-১, জেলা বিশেষ শাখা, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, পুলিশ পরিদর্শক, শহর ও যানবাহন শাখা, কোর্ট পুলিশ পরিদর্শকসহ জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাগণ।