জাকির হোসেন সোহেল সিনিয়র ষ্টাফ রিপোর্টার
আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষে সারা দেশের মতো ভোলা জেলায়ও সক্রিয় ভুমিকা পালনের অংশ হিসেবে রবিবার(২ মার্চ’২৫) ভোলা সদর উপজেলাধীন বাপ্তা ইউনিয়নে একটি যৌথ অভিযান পরিচালনা করে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিন জোন বিসিজি ভোলা’র একটি টিম।
অভিযান সম্পর্কে সোমবার(৩ মার্চ) সকাল ১১টায় অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে কোস্টগার্ডের অপারেশন অফিসার লেপ্টেঃ সাব্বির বলেন,
“গোপন সংবাদের ভিত্তিতে গতকাল(২মার্চ’২৫)ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নে একটি যৌখ অভিযান পরিচালনা করে বাংলাদেশ কোস্টগার্ড, ভোলার একটি টিম। বিশেষ এই অভিযানে অংশগ্রহণ করেন বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোন এবং ভোলা জেলা পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর,ভোলা এর চৌকস সদস্যগণ।
রবিবার বিকাল ৫ টা থেকে রাত ১০ টা পর্যন্ত চলা এই যৌথ অভিযান পরিচালনা কালে উক্ত এলাকায় তল্লাশী করে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্র,২রাউন্ড তাজা কার্তুজ এবং ১ টি দেশীয় অস্ত্রসহ বাপ্তা ইউনিয়নের কুখ্যাত সন্ত্রাসী মোঃ নাজিম উদ্দিন(৪০)কে আটক করা হয়। আটককৃত সন্ত্রাসী নাজিম ভোলা সদর উপজেলাধীন বাপ্তা ইউনিয়নের বাসিন্দা বলে জানা যায়।
তিনি আরো বলেন,”সন্ত্রাসী নাজিমের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত আলামতসহ ভোলা সদর মডেল থানায় হস্তান্তর প্রক্রিয়া চলছে এবং বাংলাদেশ কোস্ট গার্ড বিসিজি বেইজ ভোলা কর্তৃক এ ধরনের অভিযান অব্যাহত থাকবে”।
কোস্টগার্ড, ভোলা জেলা কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে কোর্স্টগার্ডের বিভিন্ন পর্যায়ের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ,পুলিশg ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।