স্টাফ রিপোর্টার: ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের গুপ্তমুন্সি গ্রামে র্যাবের বিশেষ অভিযানে দুর্ধর্ষ সন্ত্রাসী ও ২৭ মামলার পলাতক আসামি বাদশাকে (৪৫) গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) গভীর রাতে র্যাব-৮ এর একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে।
গ্রেফতারকৃত বাদশা ওই এলাকার মৃত দাইমুদ্দিনের ছেলে। র্যাব-৮ এর ক্যাম্প কমান্ডার লে. মো. শাহরিয়ার রিপাত অভি (এক্স) বিএন এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।
দীর্ঘদিন পলাতক ছিলেন বাদশা র্যাব সূত্রে জানা যায়, বাদশার বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় মোট ২৭টি মামলা রয়েছে। এসব মামলার মধ্যে রয়েছে—
চাঁদাবাজির মামলা: ১০টি হত্যার চেষ্টাসহ মারামারির মামলা: ৯টি মাদক মামলা: ২টি অস্ত্র মামলা: ১টি হত্যা মামলা ১টি,ধর্ষণ ও গণধর্ষণ মামলা: ৪টি
এসব মামলার মধ্যে বেশ কয়েকটিতে আদালতের ওয়ারেন্ট ছিল বলে জানা গেছে।
লে. মো. শাহরিয়ার রিপাত অভি জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।