স্টাফ রিফোর্টারঃ
৩ই জুন, রোজ সোমবার দিবাগত রাতে, আগের সেই পূরনো কায়দায় ৩ টি ঘর চুরি,
তজুমদ্দিন উপজেলা, ৫ নং শম্ভুপুর ইউনিয়ন, শিবপুর ১নং ওয়ার্ড কাদির মাস্টার বাড়ির রহিম পাটোয়ারী এর ঘরে, পিড়া কেটে হিং দিয়ে Vivo Y19 – Samsung j7 – Samsung J5 Nokia বাটন মোবাইল সহ । নগদ টাকা ২লক্ষ। আর স্বর্ন নীয়ে গেছে ৫বড়ি।
ঐ একেই রাতে, ২নং সোনাপুর ইউনিয়ন ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের, সাধারন সম্পাদক, আবুল কালাম ডাক্তারে বাসার, জানালা কেটে, ৩ টি মোবাইল ও চকিদার বাড়ির, জুলাইন ও নুরু ডাক্তারের বাসার দরজা কেটে, আরো ২ টি মোবাইল ফোন নীয়ে যায়,
এই ব্যাপারে ভুক্তভোগীরা তজুমদ্দিন থানায় অভিযোগ করলে, তজুমদ্দিন থানার ওসি এস এম জিয়াউল হক, ঘটনা স্থল পরিদর্শন করেন, এবং খুব দ্রুত চোরকে গ্রেফতার করার আশ্রাস প্রাধান করেন,