সিনিয়র স্টাফ রিপোর্টার মোঃ শাকিল খান রাজু:
ভোলা জেলার উপকূলীয় দ্বীপ উপজেলা মনপুরায় ঈদ-উল-আজহা উপলক্ষে ঘরমুখো যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে বিশেষ নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছে বাংলাদেশ নৌবাহিনী। ঈদকে কেন্দ্র করে মানুষের ঘরমুখো ভিড় বাড়তে থাকায় সম্ভাব্য যাত্রী দুর্ভোগ ও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মনপুরায় চলছে নৌবাহিনীর নিয়মিত অভিযান।
বিশেষ করে মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকাণ্ড দমনের পাশাপাশি যাত্রীসেবায় গৃহীত হয়েছে কঠোর নজরদারি ও তদারকিমূলক ব্যবস্থা। মনপুরার গুরুত্বপূর্ণ লঞ্চঘাটগুলোতে বসানো হয়েছে নৌবাহিনীর চেকপোস্ট, যেখানে প্রতিনিয়ত চলছে তল্লাশি ও নজরদারি কার্যক্রম। যাত্রীদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে এসব চেকপোস্টে নিয়োজিত রয়েছেন প্রশিক্ষিত নৌসদস্যরা।
নৌবাহিনী জানিয়েছে, অতিরিক্ত ভাড়া আদায়, যাত্রী হয়রানি, চাঁদাবাজি ও অসাধু পরিবহনচক্রের অপতৎপরতা রোধে তারা কঠোর অবস্থান নিয়েছে। ঈদযাত্রা যাতে নির্বিঘ্ন হয়, সে লক্ষ্যে মনপুরার বিভিন্ন ঘাট ও যাত্রী পরিবহন কেন্দ্রে নিয়মিত অভিযান ও পর্যবেক্ষণ চলছে।
এ প্রসঙ্গে মনপুরা নৌবাহিনী কনটিনজেন্টের কমান্ডার জানান, “ঈদকে কেন্দ্র করে ঘরমুখো মানুষের চাপ অনেক বেড়েছে। যাত্রীদের যাতে কোনো প্রকার দুর্ভোগ পোহাতে না হয়, সেইজন্য আমরা সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছি এবং নিয়মিত অভিযান পরিচালনা করছি।”
তিনি আরও বলেন, “নৌপথে নিরাপত্তা নিশ্চিত করতেই আমাদের এই পদক্ষেপ। আমরা চেষ্টা করছি যাতে প্রতিটি যাত্রী নিরাপদে এবং নির্বিঘ্নে তার গন্তব্যে পৌঁছাতে পারে।”
নৌবাহিনীর এ উদ্যোগে স্বস্তি প্রকাশ করেছেন মনপুরাবাসী ও যাত্রীরা। তারা জানান, পূর্ববর্তী সময়ে ঈদ যাত্রায় যেসব দুর্ভোগের সম্মুখীন হতে হতো, এবছর তা অনেকাংশেই কমে এসেছে। নৌবাহিনীর উপস্থিতি ও তৎপরতায় যাত্রীরা স্বস্তি ও নিরাপত্তা অনুভব করছেন।
এমন কার্যকর ও জনবান্ধব উদ্যোগে মনপুরার সাধারণ মানুষ নৌবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।