বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৯:৩৩ অপরাহ্ন

ভোলার লালমোহনে গৃহহীনদের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি এমপি শাওনের কৃতজ্ঞতা প্রকাশ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ১২ জুন, ২০২৪
  • ৭৩ বার পঠিত

 

মোঃ নুরুল ইসলাম,ভোলা জেলা প্রতিনিধি:  ভোলার লালমোহনে জমিসহ ঘর পেয়েছে ১৩৮টি ভূমিহীন-গৃহহীন পরিবার।

মঙ্গলবার সকালে গণভবন থেকে ভার্চ্যুয়ালী যুক্ত হয়ে সারাদেশে একযোগে ১৮৫৬৬টি ভূমিহীন-গৃহহীন পরিবারের মাঝে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এদিন উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে লালমোহন উপজেলার ১৩৮টি পরিবারের হাতে জমির দলিল ও ঘরের চাবি হস্তান্তর করা হয়। এছাড়াও উপজেলার ১৪১টি জরাজীর্ণ পরিবার কে একক গৃহ নির্মাণ করে দেয়া হয়। অনুষ্ঠানে ভার্চ্যুয়ালী যুক্ত হয়ে লালমোহনবাসীর পক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন। প্রধানমন্ত্রীর উদ্বোধন পরবর্তী লালমোহনের ভূমিহীন-গৃহহীনদের হাতে জমির দলিল ও ঘরের চাবি তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন, অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) বাবুল আখতার, উপজেলা সাবরেজিস্ট্রার মোঃ রফিকুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ ঘোষসহ অতিথিরা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২১ দৈনিক মাতৃজগত    
কারিগরি সহযোগিতায়ঃ Bangla Webs
banglawebs999991