জাকির হোসেন সোহেল সিনিয়র ষ্টাফ রিপোর্টারঃ ভোলা জেলার সদর উপজেলাধীন পরানগঞ্জ বাজার এলাকা থেকে দৌলতখান থানার আলোচিত হত্যা চেষ্টা মামলার প্রধান আসামীকে গ্রেফতার করে
র্যাব-৮, সিপিএসসি, ভোলা । উক্ত ক্যাম্প কর্তৃক অভিযান পরিচালনা করে ভোলা জেলার দৌলতখান থানার মামলা নং-০৬, তারিখ-১৬/০২/২০২৫ ইং, ধারা- ১৪৩/৪৪৭/৪৪৮/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৩৭৯/৩৮০/৩৫৪/৪২৭/৫০৬(২) পেনাল কোড এর এজাহারনামীয় ০১নং (ঘটনার নেতৃত্বদানকারী) পলাতক আসামী মোঃ জিয়ারুল (২৫), পিতা- নাজির মাঝি, সাং-মদনপুর, ০১ নং ওয়ার্ড, মদনপুর ইউপি, থানা-সদর, জেলা-ভোলাকে ভোলা জেলার সদর থানাধীন পরানগঞ্জ বাজার হতে ইং ০৪/০৩/২০২৫ তারিখ ১৫:৪০ ঘটিকার সময় সুস্থ অবস্থায় গ্রেফতার করা হয়।
প্রকাশ থাকে যে, উল্লেখিত মামলার তদন্তকারী কর্মকর্তা মামলার ঘটনায় জড়িত আসামীদের গ্রেফতারের জন্য র্যাব ক্যাম্প, ভোলা এর নিকট অধিযাচনপত্র প্রদান করলে র্যাব ক্যাম্প, ভোলার র্যাব সদস্যরা ঘটনার সহিত জড়িত এজাহারনামীয় ০১নং আসামীর অবস্থান সনাক্তপূর্বক তাকে গ্রেফতার করেন।
উক্ত আসামীকে পরবর্তী কার্যক্রম গ্রহণের নিমিত্তে দৌলতখান থানা, ভোলায় হস্তান্তর করা হয়েছে।