মোঃ এমরান হাসান আলীম স্টাফ রিপোর্টারঃ ভোলা-৩ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী ও সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওনের বিজয় সুনিশ্চিতে নৌকায় ভোট চেয়ে গনসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন ভোলা জেলা আওয়ামী লীগ সভাপতি ফজলুল কাদের মজনু মোল্লা।
৩রা জানুয়ারি বিকেলে পৌর শহরে জেলা আওয়ামী লীগ সভাপতি ফজলুল কাদের মজনু মোল্লার নেতৃত্বে জেলা আওয়ামী লীগের একটি নির্বাচনি টিম গনসংযোগ ও লিফলেট বিতরণ করেন।
এসময় লালমোহন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, পৌরসভা আওয়ামী লীগ আহবায়ক আলহাজ্ব শফিকুল ইসলাম বাদল, যুগ্ম আহবায়ক মফিজুল ইসলাম মঞ্জু তালুকদার, কাউন্সিলর ঈমাম হোসেন হাওলাদার, পৌর যুবলীগ যুগ্ম আহবায়ক জয়ন্ত চন্দ্র পন্টি, জামাল উদ্দিন হাওলাদার, পৌর ৮নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি কামরুল আলম মাজেদ পাটোয়ারী প্রমুখ উপস্থিত ছিলেন।