ময়মনসিংহ জেলা ব্যুরো প্রধানঃ ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ্ কামাল আকন্দ, পিপিএম-বার এর নির্দেশে এএসআই আমীর হামজা চুরি হয়ে যাওয়া মোবাইল ফোনটি উদ্ধার করেন। জেলা প্রশাসকের অফিসে কর্মরত মামুন জানান, তার ছোট বোন মার্কেট করতে আসেন। হঠাৎ করে নগরীর গাঙ্গিনাপাড় বাড়ি প্লাজার সামনে থেকে তার ভ্যানিটি ব্যাগ থেকে মোবাইল ফোনটি চুরি হয়ে যায়। মোবাইল ফোনটির সন্ধান পেতে তাৎক্ষণিক অন্যান্য মোবাইল ফোন থেকে বারবার ফোন দেওয়ার পরেও মোবাইল ফোনের কোনো হদিস পাওয়া যায়নি । মোবাইল ফোনটি ফিরে পাওয়ার জন্য কোতোয়ালী মডেল থানায় হাজির হয়ে একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে তথ্যপ্রযুক্তির মাধ্যমে দীর্ঘ দেড় মাস পর মোবাইল ফোনটি উদ্ধার করেন এএসআই আমির হামজা। (২৭মার্চ ২০২২) রবিবার রাতে চুরি হয়ে যাওয়া মোবাইল ফোনটি প্রকৃত মালিকের নিকট বুঝিয়ে দেওয়া হয়। এসময় নিজের ব্যবহৃত মোবাইল ফোনটি হাতে পেয়ে কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ্ কামাল আকন্দ ও এএসআই আমির হামজাকে কৃতজ্ঞতা প্রকাশ করেন।