মোঃফয়জুল্লাহ স্বাধীন,স্টাফ রিপোর্টার : “মওদুদীবাদীরা প্রকৃত ইসলাম বুকে ধারণ করে না,জামায়াত ইসলাম যারা করে তারা মওদুদীবাদীর আদর্শ ধারণ করে “এমন মন্তব্য করেছেন ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিল।
বৃহস্পতিবার মিরপুরের হাজী সুরুজ্জামান হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার ৮ তম ক্বিরাত ও হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিল আরো বলেন – মওদুদীবাদীরা বাংলাদেশের জন্মলগ্ন থেকেই দেশের বিরুদ্ধে কাজ করে।এদের অনুসারী যারা তাদেরকে ব্রেন ওয়াশ করে এরা জঙ্গিবাদের দিকে পাঠিয়ে দেয়।
এসময় তিনি আরো বলেন মদিনা ওয়ালারা প্রকৃত ইসলাম ধারণ করে । তারা কখনো শিবিরের ক্যাডার হয় না, মানুষের রগ কাটে না ও বৌমা তৈরি করে না।
ক্বিরাত ও কুরআন প্রতিযোগিতায় চার ক্যাটাগরীতে ১২ জন জয়ী ছাত্রদের মাঝে পুরস্কার তুলে দিয়ে অভিভাবকদের উদ্দেশ্যে বলেন – আপনার সন্তানকে ইসলামের সঠিক শিক্ষা দেন। তারা যেন মওদুদীবাদী না হয়ে মদিনা ওয়ালা হয়।