মাহমুদ হাসান মাসুদ গোপালগঞ্জ জেলা প্রতিনিধি : গোপালগঞ্জ জেলার মকসুদপুর পৌরসভার মকসুদপুর কলেজ মোড় বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকা হতে দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব- ৬ ।
সোমবার ১১ সেপ্টেম্বর বিকালে র্যাব-৬, সদর কোম্পানি (ভাটিয়াপাড়া ক্যাম্প) এর একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, ঢাকা খুলনা মহাসড়কের উত্তর পার্শ্বে নড়াইল এক্সপ্রেস বাস কাউন্টারের সামনে দুইজন মাদক কারবারী মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় করিতেছে।
উক্ত সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হলে মাদক কারবারীরা র্যাবের উপস্থিতি বুজতে পেরে কৌশলে পালানোর চেষ্টা করে। আভিযানিক দলটি জাকির খালাসী (৩৫), পিতা-তৈয়ব আলী খালাসী এবং ওলিউল্লাহ মল্লিক (২৫), পিতা-মোঃ জাবেদ আলী মল্লিক, উভয়ই থানা-ভাংগা, জেলা-ফরিদপুর উক্ত স্থান হতে আটক করে। এ সময় উপস্থিত লোকজনের সামনে আটক জাকির এবং ওলিউল্লাহকে তল্লাশী করে ১৭৫০ পিস ইয়াবা উদ্ধার করে ।
র্যাব -০৬ এর ভাটিয়াপাড়া র্যাব ক্যাম্প অফিসার ফ্লাইট লেফটেন্যান্ট মোঃ রাসেল আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিৎ করেন।