সিনিয়র স্টাফ রিপোর্টার: মোঃ শাকিল খান রাজু
ভোলা জেলার মনপুরা উপজেলার মেঘনা নদী থেকে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৬ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ২নং হাজিরহাট ইউনিয়নের চর ফয়েজউদ্দিন এলাকায় মফিজ মাস্টার বাড়ির রাস্তার দক্ষিণ পাশ ঘেঁষা পূর্ব দিকের নদীতীরে মরদেহটি ভাসতে দেখা যায়।
স্থানীয়রা নদীতে মরদেহটি ভাসতে দেখে মনপুরা থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহটি উদ্ধার করে এবং পরবর্তীতে মির্জাকালু নৌ পুলিশের কাছে হস্তান্তর করে।
লাশটি অর্ধগলিত অবস্থায় ছিল, ফলে তাৎক্ষণিকভাবে পরিচয় শনাক্ত সম্ভব হয়নি। তবে পুলিশের ধারণা, মরদেহটির বয়স আনুমানিক ৪০ থেকে ৪৫ বছর হতে পারে। মরদেহটি কোথা থেকে এসেছে, কিংবা এটি নিখোঁজ কোনো ব্যক্তির কি না, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে লাশ উদ্ধারের খবরে উৎসুক জনতার ভিড় জমে যায় নদীতীরে।
মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসান কবির জানান, “মরদেহটি উদ্ধার করে যথাযথ প্রক্রিয়ায় নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনাটি থানায় সাধারণ ডায়েরিভুক্ত (জিডি) করা হয়েছে এবং পরিচয় শনাক্তে প্রয়োজনীয় চেষ্টা চালানো হচ্ছে।”