ময়মনসিংহ জেলা ব্যুরো প্রধান,
মোঃ শাহ সৈয়দ খাঁন:
এমন অনেকেই আছেন যারা সব সময় নতুন মডেলের মোবাইল ব্যবহার পছন্দ করেন। আবার কেউ কেউ কোনো নতুন মডেল মোবাইল এলে সাথে সাথে না কিনে কিছুদিন পর একটু কম দামে সেকেন্ড হ্যান্ড নিয়ে নেন।এটা করবেন না।কারণ আজকাল নকল ও চোরাই স্মার্টফোন বাজারে সয়লাব হয়ে গেছে। আপনাকে ঠকিয়ে কেউ হয়তো চুরি করা স্মার্টফোনও ধরিয়ে দিতে পারে।তাই প্রতারণার হাত থেকে বাঁচতে, ময়মনসিংহবাসীর উদ্দেশ্যে করে কোতুয়ালীর মডেল থানার সুযোগ্য ওসি মোঃ শাহ কামাল আকন্দ বলেন,আপনারা কেউ বিক্রয় ডট কম থেকে মোবাইল ফোন কিনবেন না।সেক্ষেত্রে আপনি পরে হয়রানির মুখোমুখি হতে পারেন।ওসি শাহ কামাল আকন্দর এমন সচেতনমূলক বক্তব্যেকে সাধুবাদ জানিয়ে এদেশের সুশীল সমাজ।