অদ্য ইং ০৮/০৯/২০২২ খ্রিঃ তারিখ ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৫, ময়মনসিংহ জোনের পুলিশ সুপার, মোঃ মিজানুর রহমান মহোদয়ের সার্বিক নির্দেশনা অনুযায়ী ময়মনসিংহ শিল্প এলাকার শিল্প কারখানাগুলোর সকল প্রকার শ্রমিক অসন্তোষ, সহিংসতা, বিশৃঙ্খলা এড়াতে আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার লক্ষে মোবাইল, টিমগুলোর সমন্বয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
শিল্প এলাকায় ফ্যাক্টরিগুলোতে নিয়মিত টহলের মাধ্যমে যেকোন ধরণের অপ্রীতিকর ঘটনা এড়াতে ফ্যাক্টরির নিরাপত্তা কর্মীদের তৎপর থাকতে সতর্কতামূলক নির্দেশনা প্রদান করে আসছে।
বর্তমানে ময়মনসিংহ শিল্প এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। এছাড়া শিল্পাঞ্চল এলাকায় ইন্টেলিজেন্স টিমের সদস্যগণের সর্বক্ষণিক গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে।