বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫, ১০:৪৯ অপরাহ্ন
ঘোষনা
পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) সংসদী আসনে জনপ্রিয়তার শীর্ষে —হাসান মামুন জলঢাকায় ‘আটাশ অক্টোবর’ স্মরণে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ চট্টগ্রামের রাউজান থানার নওয়াপাড়া এলাকায় র‍্যাব-৭ এর বিশেষ অভিযানে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ। অভিযানে দুইজনকে আটক করা হয়েছে। আশুগঞ্জ থানা পুলিশ কর্তৃক চোরাচালানকৃত বিদেশী সিগারেট উদ্ধার; ০৩ চোরাচালানী গ্রেফতার: বগুড়া শেরপুর নাবিল হাইওয়ে রেস্টুরেন্টকে ১,৫০,০০০/- (দেড় লক্ষ টাকা) জরিমানা… মুরাদনগরে নিখোঁজের ৭ দিন পর হাত–গলা বাঁধা শিশুর লাশ উদ্ধার জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ কর্তৃক ০৪(চার) কেজি গাঁজা উদ্ধার; ০২ মাদক কারবারী গ্রেফতার: ধোবাউড়ায় ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ যশোর সদর উপজেলায় বিজিবি অভিযান চালিয়ে স্বর্ণের বারসহ পাচারকারী গ্রেফতার । ঝিনাইদহে ধানের আইলে কৃষকের নিথর দেহ, রহস্যজনক হত্যা। হরিনাকুন্ডুতে নতুন (ইউএনও) যোগদানে বিরোধিতা স্থানীয় শিক্ষার্থী ও বৈষম্য আন্দোলনকারীর মানববন্ধন চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভাধীন ব্রাহ্মণহাট সিদ্ধাশ্রমঘাট সংলগ্ন হালদা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে প্রশাসন। হরিপুর ইউনিয়নে খাস জমি দখলমুক্তে প্রশাসনের উচ্ছেদ অভিযান: গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা ঝিনাইদহে মামলার বাদীর সঙ্গে ঘনিষ্ট সম্পর্ক, মিথ্যা প্রতিবেদন দাখিলের অভিযোগ চট্টগ্রামের রাউজানে হালদা নদী থেকে প্রায় ২০ কেজি ওজনের একটি মৃত কাতলা মাছ উদ্ধার করা হয়েছে। যশোরে যুবলীগের মিছিলের ব্যানার তৈরির সময় গ্রেপ্তার ২ মাধবপুরে তেলিয়াপাড়া চা বাগান এলাকা থেকে ১৪০ বোতল ভারতীয় এসকাফ সিরাপ উদ্ধার, এক মাদক ব্যবসায়ী গ্রেফতার মরহুম মীর আনাম আলী ও আনোয়ারা মোতালেব স্মৃতি সংসদ’র উদ্যোগে স্মরণসভা ও দোয়া মাহফিল শিবগঞ্জে যুবদ‌লের প্রতিষ্ঠাবা‌র্ষিকী‌ উপলক্ষে র‍্যালী ও পথসভা বাংলাদেশ হিন্দু ছাত্র জাগরণ মঞ্চ নীলফামারী জেলা কমিটি অনুমোদন

মরহুম মীর আনাম আলী ও আনোয়ারা মোতালেব স্মৃতি সংসদ এর উদ্যোগে স্মরণসভা দোয়া মাহফিল অনুষ্ঠিত।

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ৮৭ বার পঠিত

আশুলিয়া প্রতিনিধি

আশুলিয়া ইয়ারপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন দারুল ফালাহ মাদ্রাসা ও এতিমখানার প্রাঙ্গণে মরহুম মীর আনাম আলী ও আনোয়ারা মোতালেব স্মৃতি সংসদের উদ্যোগে এক স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে মরহুমদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয় এবং অসুস্থ সাংবাদিকদের দ্রুত সুস্থতা কামনা করে দোয়া করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আন্তর্জাতিক প্রেস ক্লাবের ও ঢাকা প্রেসক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল। তিনি তাঁর বক্তব্যে বলেন,“মরহুম মীর আনাম আলী ও আনোয়ারা মোতালেবের রুহের মাগফিরাত কামনা করছি। ঢাকা প্রেসক্লাব বর্তমানে দেশি ও আন্তর্জাতিক পর্যায়ের সাংবাদিকদের মধ্যে একটি সেতুবন্ধন হিসেবে কাজ করছে। আমরা ঐক্যবদ্ধভাবে সাংবাদিকদের পেশাগত মানোন্নয়নে কাজ করে যাচ্ছি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন আন্তর্জাতিক প্রেসক্লাবের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও পাকিস্তান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মির ইশতিয়াত আলী। তিনি মরহুমদের রুহের মাগফিরাত কামনা করে বলেন,
“বিশ্বব্যাপী সাংবাদিকতার মান উন্নয়নে আমরা কাজ করে যাচ্ছি। আন্তর্জাতিক প্রেসক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল বিশ্বজুড়ে সাংবাদিকদের একত্রিত করে এক মহান সেতুবন্ধনে পরিণত করেছেন। পাকিস্তান সব সময় বাংলাদেশের পাশে রয়েছে,ইনশাআল্লাহ। আমরা সাংবাদিকতার উন্নয়নে একসাথে কাজ করে যাব। ভারত থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন আন্তর্জাতিক প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সমরেশ রায়। তিনি বলেন, “সংগঠনের সভাপতি আওরঙ্গজেব কামাল এবং দপ্তর সম্পাদক কে এম মোহাম্মদ হোসেন রিজভীর মরহুম পিতা-মাতার আত্মার শান্তি কামনা করছি। বাংলাদেশের সাংবাদিকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই, আমাকে এই আয়োজনে যুক্ত করার জন্য। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক ও সংগঠনের উপদেষ্টা মোঃ রুহুল আমিন। তিনি বলেন, “মানুষ চিরস্থায়ী নয়। আমাদের উচিত আমাদের কর্ম ও আদর্শের মাধ্যমে আগামী প্রজন্মকে দ্বীনের শিক্ষা ও মানবিক মূল্যবোধের বার্তা পৌঁছে দেওয়া।অনুষ্ঠানের প্রধান আলোচক ছিলেন এশিয়ান টিভির সিনিয়র স্টাফ রিপোর্টার জহিরুল ইসলাম খান লিটন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দক্ষিণ অঞ্চল সাংবাদিক ইউনিয়নের উপদেষ্টা আব্দুল মান্নান ভূঁইয়া এবং ঢাকা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক শেখ ফরিদ আহমেদ চিশতির সঞ্চালনায়
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মোঃ শামীম আহমেদ, বাংলা টিভির স্টাফ রিপোর্টার আলমগীর হোসেন নিরব,এবিসি নিউজের সিইও মোঃ রিপন মিয়া,ঢাকা প্রেসক্লাবের মানবাধিকার বিষয়ক সম্পাদক মোঃ সোহেল রানা,বাংলাদেশ ন্যাশনাল নিউজ ক্লাবের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব রাজিবুল হাসান নাজমুল, ঢাকা প্রেসক্লাবের সদস্য মোঃ বাবু মিয়া, মীর জেসান হোসেন তৃপ্তি, মোঃ সাইদুল ইসলাম, আব্দুল্লাহ আল মনির, বাবুল মোল্লা ও এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং মুসল্লীগণ।দোয়া পরিচালনা ও বয়ান করেন দারুল ফালাহ মাদ্রাসা ও এতিমখানার প্রিন্সিপাল এবং স্থানীয় মসজিদের খতিব মুফতি মাওলানা জুনায়েদ আহমেদ (দা.বা.)।
তিনি এ সময় ঢাকা প্রেসক্লাবের সকল মৃত সাংবাদিকদের রুহের মাগফিরাত এবং অসুস্থ সাংবাদিকদের দ্রুত আরোগ্য কামনা করে দোয়া পরিচালনা করেন। এছাড়াও সকল সাংবাদিকের পিতা-মাতার জন্য বিশেষ দোয়া করা হয়। এলাকাবাসীর জন্য বিশেষ দোয়া করা হয়। অনুষ্ঠানের আয়োজনে ছিলেন ঢাকা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক কে এম মোহাম্মদ হোসেন রিজভী এবং মোফাজ্জল হোসেন রাজু। আয়োজক কমিটির প্রধান কে এম মোহাম্মদ হোসেন রিজভী বলেন,“প্রতিবারের ন্যায় এবারও আমরা আমার মরহুম পিতা-মাতা এবং ঢাকা প্রেসক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামালের মরহুম পিতার জন্য এই দোয়া মাহফিলের আয়োজন করতে পেরে গর্বিত ও ধন্য মনে করছি। আমরা আশা করি প্রতিবছরই এই আয়োজন অব্যাহত থাকবে—যেখানে সকল মরহুম সাংবাদিক ও তাঁদের পিতা-মাতার জন্য দোয়া করা হবে। অনুষ্ঠান শেষে প্রায় তিন শতাধিক এতিম ও হাফেজ মাদ্রাসা শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মাঝে রাতের খাবার পরিবেশন করা হয়। অনুষ্ঠান শেষ পর্যায়ে ভার্চুয়ালি নেপাল, ভুটান, শ্রীলংকা, মালয়েশিয়া, মিয়ানমার ও সৌদি আরবের সাংবাদিক সদস্যদের সাথে মদ বিনয় করা হয়। এ সময় মুফতি মাওলানা জুনায়েদ আহমেদ পাকিস্তান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের চেয়ারম্যানের সাথে প্রায় আধা ঘন্টা উর্দুতে নানাবিধ বিষয় নিয়ে আলোচনা করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991