ময়মনসিংহ জেলা ব্যুরো প্রধানঃ
১৩ই জুন রবিবার দুপুরে ভালুকা উপজেলার ৭নং মল্লিকবাড়ী ইউনিয়নের ঐতিহ্যবাহী মল্লিকবাড়ী শহীদ নাজিম উদ্দিন উচ্চ বিদ্যালয় ও কলেজের নতুন ৪তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু এমপি।একই দিনে শহীদ নাজিম উদ্দিন উচ্চ বিদ্যালয় ও কলেজের ২০২২ সালের এ.এস.সি পরীক্ষার্থীর বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ২০২২ সালের সকল এ.এস.সি পরীক্ষার্থীদের শুভকামনা জানিয়ে অনুপ্রেরণা মূলক বক্তব্য প্রদান করেন।উক্ত অনুষ্ঠানে সকল পরীক্ষার্থীদের জন্য বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।এসময় প্রভাষক খসরু মাহমুদ রণির সঞ্চালনায় উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ,ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু,সহ সাংগঠনিক সম্পাদক আঃ রাজ্জাক,উমর হায়াত খান নঈম,উপজেলা যুবলীগের সভাপতি আনিচুর রহমান রিপন,সাধারণ সম্পাদক এজাদুল পারুল,৭নং মল্লিকবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এসএম আকরাম হোসাইন ডাকাতিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন রশীদ অধক্ষ জীবন নাহার শিমুল প্রমূখ সহ বীর মুক্তিযোদ্ধারা সহ স্থানীয় নেতৃবৃন্দ,গণ্যমাণ্যরা উপস্থিত ছিলেন।