নিজস্ব প্রতিবেদকঃ
রাজশাহী সিটি কর্পোরেশনের ১৯ নং ওয়ার্ড ছোট বনগ্রামে ১৯,২০, ও ২১ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী মোসাঃ নুরজাহান পারভীনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ২২ জুলাই বিকাল ৪ ঘটিকায় নগরীর ১৯ নং ওয়ার্ড ছোট বনগ্রাম পূর্বপাড়া এলাকায় বড় মসজিদ বাইপাস মোড়ে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ১৯ নং ওয়ার্ড উত্তর আওয়ামীলীগের সভাপতি হাচেন মন্ডল, সাধারন সম্পাদক মোঃ বাবর আলী, সাংগঠনিক সম্পাদক শাহিন রেজা, ওয়ার্ড বিএনপির নেতা সাজ্জাদ আলীসহ বিশিষ্টজনরা উপস্থিত থেকে বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল চৌধুরীর কন্যা মোসাঃ নুরজাহান পারভীনকে নির্বাচিত করার দৃঢ়প্রত্যয় ব্যক্ত করেন।
আরো উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মোঃ সাইদুল, রশিদ, ডাবলু, কিমত, রনজু, মফি, তমাল, সাইদুল, আফজাল, বাবুল, জাফর, সালাম, বাবু, কলম, আফসার, সালাউদ্দিন, রিয়াজ, আসাদুল প্রমুখ।
প্রচন্ড গরম উপেক্ষা করে ছোট বনগ্রাম পূর্বপাড়া এলাকার বাইপাস মোড়ে বিকাল ৪ ঘটিকায় এ মতবিনিময় সভার আয়োজন করেন এলাকাবাসী।
এ সময় আসছে সিটি কর্পোরেশন নির্বাচনে ১৯,২০, ও ২১ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর প্রার্থী মোসাঃ নুরজাহান পারভীনের বিজয় নিশ্চিত করতে সবার প্রতি আহবান জানান এলাকাবাসী।