লক্ষ্মীপুর জেলা ব্যুরোঃ লক্ষ্মীপুর জেলা ১৩ নং দিঘলী ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে গোল্ডকাপ র্শট পিচ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করাহয় আজকে ফাইনাল খেলার মাধ্যমে ও পুরস্কার বিতরনের মাধ্যমে খেলাটি শেষ করাহয় । উক্ত খেলায় সভাপণ্ডিত করেন খেলা পরিচালনা কমিটির সভাপতি ও ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ সামছুদ্দীন খেলা পরিচালনা করেন ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পদক আজগর হোসেন।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইউনিয়নের চেয়ারম্যান শেখ মজিবুর রহমান বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এড্ শামছুল হক শামছু
ইউনিয়ন আওয়ামীলীগের সসভাপতি আঃ ওয়াধুদ লিটন, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পদক জামাল উদ্দিন বাবুল,চন্দ্রগন্জ থানা সেচ্ছাসেবক লীগের সভাপতি এম আলাউদ্দিন চন্দ্রগন্জ, থানা শ্রমিকলীগের যুগ্ন আহ্বায়ক ফয়সাল আহাম্মেদ রনি চন্দ্রগন্জ থানা ছাত্রলীগের যুগ্ন আহ্বায়ক রায়হান হোসেন তুষার, সামিউল ইসলাম শামিম সদস্য থানা সেচ্ছাসেবক লীগ।
ফাইনাল খেলায় অংশ গ্রহণ করেন রাজাপুর একাদশ বনাম দিঘলী জয় বাংলা ক্লাব, উক্ত খেলায় ভিজয় হয়েছে রাজাপুর একাদশ প্রধান অতিথি বিজয় দলের হাতে ট্রফি তুলেদেন এবং সকলের উদ্যের্শ বলেন অস্র ছেড়ে কলম দরো নেশা ছেড়ে খেলতে ছলো এ কথাগুলো মাথায় রেখে কাজকরো আমি তোমাদের সাথে আছি তোমাদের সব খেলাধুলা করতে আমার সহযুগিতা পাবে, সভাপতি সকলের সু সাস্থ ও দির্ঘ আইয়ু কামনা করে অসমাপ্ত ঘোষণা করেন।
Leave a Reply