ইলিয়াস শেখ বিশেষ প্রতিনিধি:-পটুয়াখালীর কুয়াকাটার থেকে ৫৩ পিচ ইয়াবা সহ ২ জনকে আটক করেছে মহিপুর থানা পুলিশ।
শুক্রবার ( ২৫ আগস্ট ) রাত ৮ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে মহিপুর থানার মোঃ ফেরদৌস আলম খান, অফিসার ইনচার্জ, মহিপুর থানা, পটুয়াখালী এর নেতৃত্বে এসআই মোঃ আসাদুজ্জামান জুয়েল সঙ্গীয় ফোর্সসহ মহিপুর থানাধীন কুয়াকাটা পৌরসভা হতে ১। মোঃ নুর সাঈদ মোল্লা ৩১ পিচ ও ২। মোঃ ফেরদৌস শরীফ,২২ পিচ একটি আবাসিক হোটেলের সামনে থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানাযায়, আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে শনিবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।