মামুন আহমেদ নিজস্ব প্রতিবেদকঃ মহিলা দলের নেত্রীর উস্কানিমূলক বক্তব্যে নেতাকর্মীদের ক্ষোভ
ঢাকার ধামরাইয়ে নেতা-কর্মীদের নামে স্লোগান দিলে তাকে বহিষ্কার করা হবে এমন বক্তব্য দিয়ে চরম তোপের মুখে পড়েন বিএনপির অঙ্গসংগঠন বাংলাদেশ মহিলা দলের সাধারণ সম্পাদক ও সাবেক সংরক্ষিত আসনের নারী সদস্য সুলতানা আহম্মেদ।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে এই ঘটনা ঘটে।
সুলতানা আহম্মেদ মঞ্চে উঠেই মাইক ধরে বলতে থাকেন- মিছিল নিয়ে আসা লোকজন যদি কোন নেতা-কর্মীর নামে স্লোগান দেয় তাহলে দলীয়ভাবে তাকে বহিষ্কার করা হবে। কেউ কারও নামে স্লোগান দিতে পারবেন না।
এমন বক্তব্য দিতে না দিতেই উপস্থিত স্থানীয় নেতা-কর্মীরা উত্তেজিত হয়ে পড়েন এবং তারা সুলতানা আহম্মেদের নামে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে থাকেন।
উসকানিমূলক বক্তব্যে পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, তোপের মুখে অবশেষে সুলতানা আহম্মেদ মঞ্চ থেকে নামতে বাধ্য হন।
পরবর্তীতে স্থানীয় নেতা-কর্মীরা তাকে অবাঞ্চিত ঘোষণা করেন।