স্টাফ রিপোর্টারঃ
গাজীপুর রিজিওন মাওনা হাইওয়ে থানা পুলিশের উদ্যোগে হাইওয়ে পুলিশের প্রশিক্ষণ কর্মশালা ও ওপেন হাউজ ডে পালিত হয়েছে। শনিবার (০৯ এপ্রিল ২০২২) সকাল এগারোটায় মাওনা চৌরাস্তা ট্রাক চালক কল্যাণ সমবায় সমিতির অফিসে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এশিয়ান টেলিভিশনের গাজীপুর জেলা প্রতিনিধি মাহমুদুল হাসান এর সঞ্চালনায় মাওনা চৌরাস্তা ট্রাক চালক কল্যাণ সমবায় সমিতির সভাপতি ফরিদ মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওনা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা প্রাইভেট হাসপাতাল মালিক সমিতির সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তরের সাংবাদিক আব্দুল মালেক।এসময় উপস্থিতি উপস্থিত ছিলেন, ভোরের সময় পত্রিকার স্টাফ রিপোর্টার মাহফুজুর রহমান ইকবাল, মাওনা হাইওয়ে থানার সার্জেন্ট শিবু নাথ, সাব- ইন্সপেক্টর নুরুল হাসান, এএসআই রাসেল মিয়া এটিএসআই আজহার, মাওনা চৌরাস্তা ট্রাক চালক কল্যাণ সমবায় সমিতির সাংগঠনিক সম্পাদক শফিক মিয়া, সহ-সভাপতি হেলাল উদ্দিন, সাংবাদিক ইমরান উজ্জল মিয়া, মিজানুর রহমান সহ মাওনা হাইওয়ে পুলিশের সদস্য বৃন্দ ট্রাক- কভারভ্যান চালক ও সহকারি বৃন্দ।