শামীম আল মামুন,স্টাফ রিপোর্টার:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্নেহের অনুজ শহীদ শেখ রাসেলের ৫৯তম শুভ জন্মদিন ও শেখ রাসেল দিবস উপলক্ষে গাজীপুর রিজিওন মাওনা হাইওয়ে থানায় আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ অক্টোবর) সকাল এগারোটায় মাওনা হাইওয়ে থানা পুলিশ এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, মাওনা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ কংকন কুমার বিশ্বাস। এসময় উপস্থিত ছিলেন, গাজীপুর জেলা শ্রমিক লীগের সহ-সভাপতি মজিবুর রহমান, এশিয়ান টেলিভিশনের গাজীপুর জেলা প্রতিনিধি মাহমুদুল হাসান, ভোরের সময়ের স্টাফ রিপোর্টার মাহফুজুর রহমান ইকবাল, আমাদের সময়ের জহিরুল ইসলাম, দি বাংলাদেশ টুডে পত্রিকার রাজীব প্রধান, শ্রমিক নেতা রফিকুল ইসলাম সহ পরিবহন শ্রমিক নেতৃবৃন্দ এবং মাওনা হাইওয়ে থানা পুলিশের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন, মাওনা হাইওয়ে থানার উপ-পরিদর্শক রফিকুল ইসলাম।
ওসি কংকন কুমার বিশ্বাস বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেলের ৫৯তম জন্মদিন আজ। ১৯৬৪ সালের এ দিনে ধানমন্ডির বঙ্গবন্ধু ভবনে তিনি জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়। এ হত্যাকাণ্ড থেকে সেদিনের অবুঝ শিশু রাসেলও রেহাই পাননি। বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিরা সেদিন বঙ্গবন্ধুর উত্তরাধিকার নিশ্চিহ্ন করতে চেয়েছিল। তাই নরপশুরা নিষ্পাপ শিশু শেখ রাসেলকেও রেহাই দেয়নি ।