মিন্টু শেখ ক্রাইম রিপোর্টারঃমধুমতি নদী থেকে নারীর লাশ উদ্ধার
মাগুরার মহম্মদপুর উপজেলার পলাশবাড়িয়া ইউনিয়নের উত্তর আড়মাঝি এলাকার মধুমতী নদী থেকে অজ্ঞাত এক নারীর ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এই অজ্ঞাত লাশটি উদ্ধার করে পুলিশ। তবে বুধবার সকাল থেকে লাশটি নদীতে ভাসতে দেখেছেন বলে স্থানীয়রা জানিয়েছেন ।
মহম্মদপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকালে উপজেলার উত্তর আড়মাঝি এলাকায় মধুমতী নদীতে একটি ভাসমান লাশ দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশে খবর দেওয়া হলে থানা পুলিশের উপপরিদর্শক শফিকুল ইসলাম সঙ্গীয় সদস্যদের নিয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ নিজ হেফাজতে রাখেন। পরে নড়াইল জেলার বড়দিয়া থেকে নৌ পুলিশের একটি দল ঘটনাস্থলে এসে আজ (বৃহস্পতিবার) লাশটি উদ্ধার করেন। তারা লাশের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য নিয়ে যান। প্রাথমিকভাবে লাশের পরিচয় মিলেনি।
মহম্মদপুর থানা অফিসার ইনচার্জ ঠাকুরদাস মন্ডল বলেন, লাশের সংবাদ পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়। পরে নৌ পুলিশ আসার পর তাদের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে