মাটির মা তথা মতিয়ারা মুক্তা এই সংগঠনের সভাপতি (মুক্তা খাতুন) যাকে দেশবিদেশের কবি,সাংবাদিক, সংগঠক ও পাঠক মহল মায়ের আসনে বসিয়ে সাহিত্য সংস্কৃতি ও মানবিক কাজগুলো শেয়ার করে থাকেন।তার প্রকাশিত মাটির মা কাব্যগ্রন্থ সেই সাথে ৭ টি বই প্রকাশিত।যৌথ ভাবে প্রকাশিত ৮৫ টি কাব্যগ্রন্থ। তার সম্পাদিত মাটির মা সাহিত্য পত্রিকা মাসিক "মায়ের ঘর " (প্রিন্ট পত্রিকা) টি দেশবিদেশের কবিদের লেখায় সমৃদ্ধ।
তার দৈনিক অনলাইন কবিতা প্রতিযোগীতা লেখক সাংবাদিকদের কাছে জনপ্রিয়। সাপ্তাহিক টকশো, দৈনিক কবিতা প্রতিযোগীতা,পাক্ষিক কবিতা পাঠের আসর, মাসিক স্বরচিত কবিতা পাঠের আসর, মাসিক গানের আসর, ত্রৈমাসিক সাহিত্য আসর এবং মাটির মা (মুক্তা খাতুন) এর বাড়িতে প্রতিবছর মার্চের ১০,১১ ও ১২ তারিখে আন্তর্জাতিক কবি মিলন মেলা কবিতা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান "মায়ের ঘর " অনুষ্ঠিত হয় যেখানে দেশবিদেশের কবি,সাংবাদিক, সংগঠক,শিল্পী ও সর্বস্তরের জনসাধারণ অংশগ্রহণ করে।
এটি একটি অলাভজনক প্রতিষ্ঠান। এ পর্যন্ত যে যে কার্যক্রমগুলো পরিচালিত হচ্ছে।
মাটির মা ফাউন্ডেশন স্বেচ্ছাসেবী ব্লাডগ্রুপ
- মাটির মা ফাউন্ডেশন সাহিত্য পত্রিকা মাসিক "মায়ের ঘর
মাটির মা ফাউন্ডেশন
পাবলিক লাইব্রেরি মাটির মা ফাউন্ডেশন আয়োজিত লাইভ টকশো 'মায়ের ঘর' মাটির মা ফাউন্ডেশন মহিলা মাদরাসা
মাটির মা ফাউন্ডেশন আয়োজিত বাৎসরিক ম্যাগাজিন 'মায়ের ঘর' - মাটির মা ফাউন্ডেশন কেন্দ্রীয় 'মায়ের ঘর'
মাটির মা ফাউন্ডেশন ফেইসবুক গ্রুপ
-মাটির মা ফাউন্ডেশন আয়োজিত বাৎসরিক তিনদিন ব্যাপী (১০,১১,১২- ই মার্চ) আন্তর্জাতিক কবি মিলন মেলা কবিতা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান
মাটির মা বাৎসরিক ম্যাগাজিন মায়ের ঘর
মাটির মা ফাউন্ডেশন আয়োজিত বাৎসরিক ফ্রি মেডিকেল ক্যাম্প
মাটির মা ফাউন্ডেশনের পক্ষ থেকে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ,বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ, অসহায় প্রাপ্ত বয়স্ক ছেলেমেয়েদের বিয়ে দেয়া এবং সার্বিক সহযোগিতা করা,দরিদ্র শিক্ষার্থীদের পড়াশোনায় সহযোগিতা করা
মাটির মা ফাউন্ডেশন আয়োজিত কবিতা প্রতিযোগীতার আয়োজন করা ( সাধারণ গ্রন্থাগার টাঙ্গাইল, শালিয়াবহ চৌরাস্তা সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান )
অসংখ্য অনাথ এতিম সন্তানদের মা হয়ে পাশে থাকেন তিনি
অসুস্থ, অসচ্ছল মানুষদের নিজ বাসায় এনে চিকিৎসা সেবা প্রদান
অসামাজিক কার্যকলাপে লিপ্ত মানুষদের সমাজ ও পরিবারের ফিরিয়ে দেন সেবা ও ভালোবাসার মাধ্যমে
মাটির মা নামটি সাহিত্য সংস্কৃতি ও মানবিক সমাজে অতি পরিচিত। লেখক পাঠক সমাজে তার কদর সমৃদ্ধ ও সুশ্রী।
মনোয়ার হোসেন সোহেল সাধারণ সম্পাদক
মাটির মা ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটি