মাতৃজগত পরিবার স্বপ্ন দেখি স্বপ্ন জয়ের এক সুতায় গাঁথা বন্ধন থাক অটুট
মোঃ মোজাম্মেল হোসেন বাবু
মফস্বল সম্পাদক
বিসমিল্লাহির রহমানির রহিম
প্রিয় মাতৃজগত পত্রিকার
জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার ভালবাসা বন্ধন এক সুতায় গাঁথা বন্ধন।আমাদের অভিভাবক প্রকাশক ও সম্পাদক, পরিচালক আমাদের সবার অতি প্রিয় বস খান সেলিম রহমান মহাদয় ।
অত্র পত্রিকার গুনিজন শ্রদ্ধিয় বড় ভাই ও প্রিয় সহযোগীগন আমার ছালাম নিবেন।
আসসালামু আলাইকুম
অন্যান্য ধর্মীয়দের আদাব ও শুভেচ্ছা,
আশাকরি সকলেই শারিরীকভাবে সুস্থ আছেন। অনেকই অনেক কষ্ট করে এই মাতুজগত পরিবারের নিউজ দিয়ে থাকেন। সত্যি ঘটনা তুলেধরেন, ঝর বৃষ্টি রোদ ক্লান্তি উপেক্ষা করে সংবাদ পরিবেশন করেন। এর মূল্য আমার কেউ দিতে পাড়বা শুধ মাত্র জাতির বিবেক হয়ে আমাদের বস্তুনিষ্ঠ খবর পরিবেশ করে থাকি জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা, জাতীয় দৈনিক বাংলাদেশ ক্রাইম সংবাদ ও মাতৃজগত টিভি (mtv) প্রচরনা করি ” মাতৃজগত পরিবার”।
” মাতৃজগত পরিবার” একটি সর্ব সময় মিলন মেলায় একত্রিত হয়ে কাজ করতে পাড়বো সেই জন্য ” মাতৃজগত পরিবার” নিজেকে ধন্যমনে করে।
“যদি রাখেন কাছে
থাকবো আমরা পাশে
সত্যপ্রকাশে আছি দিন রাত
পাশে থাকবে অন্যায়োর বিরুদ্ধে কলম চলবে দুরর্বার গতিতে
এসো হাতে হাত রাখি
সত্য প্রকাশে আজ করি এক সাথে শপথ মাতৃজগত পরিবার।
এই স্লোগান কে সামনে
নিয়ে মাই লাভ ইজ মাতৃজগত পরিবার আই লাভ ইজ মাতৃজগত পরিবার সবাই এক সাথে বলি মাই লাভ ইজ মাতৃজগত পরিবার উই লাভ মি মাই লাভ ইজ মাতৃজগত পরিবার সকল প্রতিনিধে গনধনী।
আমাদের মাই লাভ ইজ মাতৃজগত পরিবার সাথে থাকতে থাকতে ভালবাসা হয়ে যাবে ভালবাসতে শুরুহবে ইনশাআল্লাহ মাই লাভ ইজ মাতৃজগত পরিবার।
পরি শেষে বলেযেতে চাই
আমরা যাতে মৃত্যুর আগ মূহুর্ত পযন্ত এভাবে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে পড়ি একে অন্যর পাশে দাড়াতে পারি।
আল্লাহু হাফেজ আসসালামু আলাইকুম।