নিজস্ব প্রতিবেদকঃ রাজধানী মিরপুরের মধ্য পাইকপাড়ার মৌকিব চৌধুরীর ছেলে মোঃআব্দুর রাজ্জাক এর সঙ্গে প্রায় তিন মাস আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হন একই এলাকার মৃত মহিউদ্দিনের মেয়ে মহুয়া আক্তার মনি।
মহুয়া আক্তার মনির ভাষ্যমতে -প্রথম দিক দিয়ে সংসার ভালো চললেও এরপর শুরু হয় রাজ্জাকের নির্যাতন।দিন গড়ানোর সাথে সাথেই রাজ্জাক যৌতুক লোভী হয়ে পড়ে। মাদক সেবন করে প্রতিনিয়ত স্ত্রী মহুয়া আক্তার মনিকে অমানবিক নির্যাতন ও অত্যাচার করতে থাকে।
মহুয়া আক্তার মনি অভিযোগ করে বলেন-আব্দুর রাজ্জাকের সাথে আমার বিয়ে হয়েছে তিন মাস।এর মধ্যে সে ব্যবসা করার কথা বলে আমার কাছে প্রতিনিয়ত টাকা চায় এবং আমাদের একটি ফ্লাট আছে যা বিক্রি করার কথা বলে। কিন্তু আমি ফ্ল্যাট বিক্রি করে তাকে টাকা না দেওয়ায় সে নেশা করে আমাকে মারধর করে। এরপর একাধিক মেয়ের সাথে সে পরকীয়া করে। আমার ভরপোষণ না করে সে মাদক এবং একাধিক মেয়ের পিছনে টাকা উড়ায়। তার রাজনৈতিক ক্ষমতার কারণে আমি বিভিন্ন জায়গায় অভিযোগ করেও কোন আইনি সহায়তা পাইনি।আব্দুর রাজ্জাকের কারণে আমি এখন সর্বস্বান্ত হয়ে গেছি।
এ সময় মহুয়া আক্তার মনি কান্না জড়িত কন্ঠে মাননীয় প্রধানমন্ত্রী,স্বরাষ্ট্রমন্ত্রী ও ঢাকা-১৪ আসনের মাননীয় সংসদ সদস্যের কাছে এর বিচার চায়।
এ নিয়ে মিরপুর মডেল থানা একটি সাধারণ ডায়েরি করেন মহুয়া আক্তার মনি, যেখানে উল্লেখ করা হয় তার স্বামীর সাথে স্বর্ণা নামের এক নারীর সম্পর্ক আছে এবং বর্তমানে তারা একসাথে বসবাস করছে।এ নিয়ে স্বর্ণাকে অবগত করলে সে তার স্বামীর সামনে চর থাপ্পড় ও ভয়ভীতি দেখিয়ে হুমকি প্রদান করে।
এসব বিষয়ে মিরপুর মডেল থানার এস আই প্রিন্স মজুমদার জানায়-তাদের বিষয়টি নিয়ে আমরা সামনে আগানোর আগেই তারা স্থানীয়ভাবে সমাধান করার কথা জানায়।এরপর আমরা আমাদের কার্যক্রম স্থগিত করি।
এসব বিষয়ে আব্দুর রাজ্জাকের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি প্রতিবেদককে জানায়- আপনি আমার এলাকায় এসে চা খেয়ে যান। এরপর ফোন কেটে দিলে, একাধিকবার কল দিলেও সে রিসিভ করেনি।